ভারতের পতাকার রঙে পাপোষ বিক্রি হচ্ছে অ্যামাজনে, প্রতিবাদ করলেন বিদেশমন্ত্রী সুষমা
যা খুশি তাই। গেরুয়া-সাদা-সবুজ, ভারতীয় জাতীয় পতাকার রঙে হুবুহু তৈরি পাপোষ দেদার বিকোচ্ছে অনলাইন বিপণনীর স্বর্গরাজ্য অ্যামাজনে। আরও পড়ুন- "খেতে পাই না", ভাইরাল BSF জওয়ানের বিস্ফোরক অভিযোগ!
ওয়েব ডেস্ক: যা খুশি তাই। এত দিন পর্যন্ত বিপ্লবের আইকন চে গুয়েভারা বিকোতেন জামায়, টুপিতে, ব্যাগে, চটিতে, অন্তর্বাসে-সবার কাছে নতুন কিছু নয় এটা। পা থেকে মাথা সব বিপণনেই বিক্রি হতেন চে। এরপর ট্রেন্ড চেঞ্জ হয়ে ভারতীয় আইকনরাও এলেন জামায়। প্রেস্টো করে বুকে চিপকে গেলেন ভগৎ সিং, রাজ গুরু, সুখদেবরা। বেশ ভালো কথা। এভাবেই তো চলছিল। আরও একধাপ এগিয়ে অন্তর্বাসে স্থান পেল দেশের পতাকা। ভারতে এমনটা না হলেও পশ্চিমী দেশে এটা কোনও ইস্যুই নয়। তবে এবার প্রতিবাদটা করতেই হয়, পায়ের ধুলো মোছার পাপোষ কিনা তেরঙ্গার আদলে। গেরুয়া-সাদা-সবুজ, ভারতীয় জাতীয় পতাকার রঙে হুবুহু তৈরি পাপোষ দেদার বিকোচ্ছে অনলাইন বিপণনীর স্বর্গরাজ্য অ্যামাজনে। আরও পড়ুন- "খেতে পাই না", ভাইরাল BSF জওয়ানের বিস্ফোরক অভিযোগ!
@SushmaSwaraj Madam. Amazon Canada must be censured and warned not to sell India flag doormats. Please take action. pic.twitter.com/td4KXlDUQL
— Atul Bhobe (@atulbhobe) January 11, 2017
ভারতীয় এক নাগরিক প্রথম টুইট করে অ্যামাজন কানাডার নিন্দা করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নেওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আর্জি জানান। টুইট নজরে পড়তেই সরব হন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
Indian High Commission in Canada : This is unacceptable. Please take this up with Amazon at the highest level. https://t.co/L4yI3gLk3h
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 11, 2017