কাল থেকে শুরু হচ্ছে সীমান্ত বাণিজ্য
আগামিকাল থেকে ফের শুরু হতে চলেছে পুঞ্জ সেক্টরের সীমান্ত বাণিজ্য। পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ানের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ ছিল।
আগামিকাল থেকে ফের শুরু হতে চলেছে পুঞ্জ সেক্টরের সীমান্ত বাণিজ্য। পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ানের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ ছিল।
সূত্র মারফত জানা গিয়েছে, দু`দেশের টানাপোড়েনে গত কয়েকদিন ধরে সীমান্তে আটকা পড়ে থাকা মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে। পাকিস্তানে ফিরতে সীমান্তে অপেক্ষা করছেন প্রায় ১০০ জন। শনিবার ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দু`দেশের সেনা বাহিনীর আধিকারিকরা নিজেদের মধ্যে মিষ্টি মুখ করেন। জওয়ানদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ও হয়। গতকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পাক প্রধানমন্ত্রী রাজা পরভেজ আশরফ। শুভেচ্ছা বার্তায় সম্পর্ক শুধরে নেওয়ারও ইঙ্গিত দেন পাক প্রধানমন্ত্রী।
সেনাবাহিনীর মিষ্টি মুখ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। তাসত্ত্বেও দু`দেশের মধ্যে চাপা বৈরিতা থামতেই চাইছে না। নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার ছায়া পড়েছে দ্বিপাক্ষিক আলোচনায়। চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ ইসলামাবাদে প্রস্তাবিত দু`দেশের জলসম্পদ উন্নয়ন দফতরের সচিবদের বৈঠক বাতিল করা হল। সরকারিভাবে, বৈঠক বাতিলের কোনও কারণ উল্লেখ করা হয়নি। বৈঠকের পরবর্তী তারিখ পরে ঠিক করা হবে বলে পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।
আগামী সোম ও মঙ্গলবার উলার বাঁধ নিয়ে আলোচনার কথা ছিল দুই দেশের জলসম্পদ মন্ত্রকের সচিবের। এ মাসের গোড়ায় পাক বাণিজ্যমন্ত্রীর আগ্রা আসার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়।