সীমান্তে পাক হানাদারদের হঠাতে খুব বেশি সময় লাগবে না, দাবি ভারতীয় সেনার
নিয়ন্ত্রণ রেখায় কেরান সেক্টরে অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ এখনও অব্যাহত। টানা ১৩ দিন ধরে চলছে দু`পক্ষের গুলির লড়াই। তবে, পাক হানাদারদের হঠাতে আর খুব বেশি সময় লাগবে না বলে সেনার তরফে জানানো হয়েছে। কেরান সেক্টরের অনুপ্রবেশে পাক সেনার হাত নেই বলে দাবি করেছে ইসলামাবাদ।
নিয়ন্ত্রণ রেখায় কেরান সেক্টরে অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ এখনও অব্যাহত। টানা ১৩ দিন ধরে চলছে দু`পক্ষের গুলির লড়াই। তবে, পাক হানাদারদের হঠাতে আর খুব বেশি সময় লাগবে না বলে সেনার তরফে জানানো হয়েছে। কেরান সেক্টরের অনুপ্রবেশে পাক সেনার হাত নেই বলে দাবি করেছে ইসলামাবাদ।
জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখার কাছে কেরন সেক্টরে ২৪ সেপ্টেম্বর ঢুকে পড়ে ৩০ থেকে ৪০ জন জঙ্গি। তারপর থেকেই ভারতীয় সেনার সঙ্গে তাদের গুলির লড়াই চলছে। সংঘর্ষে একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সেনা। তবে, রবিবার দু-পক্ষের কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাসি চালাচ্ছেন জওয়ানরা। শনিবার, কেরান সেক্টরের কাছে আরও একটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেন তাঁরা। নিহত হয় চার জঙ্গি। হানাদাররা যে ভাবে ভারতীয় সেনার সঙ্গে টানা লড়াই চালিয়ে যাচ্ছে, তাতে পাক সেনার মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার, হায়দরাবাদে এই অভিযোগ খারিজ করে দেন ভারতে নিযুক্ত পাক হাই-কমিশনার সলমন বশির।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর ইউরোপ সফরে সন্ত্রাস দমনে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। তার উত্তরে নাম না করে পাক হাই-কমিশনার বলেছেন, পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। বৃহস্পতিবার, পুঞ্চ ও সাম্বায় ফের অস্ত্র সংবরন লঙ্ঘন করে পাক সেনা। তবে, পাক হাই-কমিশনার নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার কথা বলে দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের ওপর জোর দিয়েছেন।
নওয়াজ শরিফ কখনই গ্রাম্য মহিলার সঙ্গে মনমোহন সিংয়ের তুলনা করেননি বলেও এদিন জানান পাক হাই-কমিশনার।