দিল্লিতে শুরু ভারত-চিন কৌশল আলোচনা

মঙ্গলবার দিল্লিতে চিনের সঙ্গে কৌশলগত আলোচনা শুরু করল ভারত। অক্টোবরে প্রধানমন্ত্রীর চিন সফরের পটভূমি তৈরি করতেই এই বৈঠক বলে সাউথ ব্লক সূত্রে খবর। আবার মঙ্গলবারই লাদাখের বিতর্কিত দৌলত বেগ এলাকায় বিশাল সামরিক বিমান নামিয়েছে ভারতীয় বায়ুসেনা।

Updated By: Aug 21, 2013, 10:51 AM IST

মঙ্গলবার দিল্লিতে চিনের সঙ্গে কৌশলগত আলোচনা শুরু করল ভারত। অক্টোবরে প্রধানমন্ত্রীর চিন সফরের পটভূমি তৈরি করতেই এই বৈঠক বলে সাউথ ব্লক সূত্রে খবর। আবার মঙ্গলবারই লাদাখের বিতর্কিত দৌলত বেগ এলাকায় বিশাল সামরিক বিমান নামিয়েছে ভারতীয় বায়ুসেনা।
সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস এয়ারক্র্যাফ্ট। পন্য ও সামরিক সম্ভার সমেত বহন ক্ষমতা কুড়ি টন। মঙ্গলবার লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় দৈত্যাকৃতি এই সামরিক বিমান নামিয়ে ভারতীয় বায়ুসেনা প্রমাণ করল তারাও পারে। ৫ হাজার মিটার উচ্চতায় দৌলত বেগ এলাকা অত্যন্ত দুর্গম এবং বিতর্কিত এক সামরিক ক্ষেত্র। ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের পর থেকে সামরিক ক্ষেত্রে দৌলত বেগ ওল্ডি এলাকা দুদেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বেসে শেষ বিমান নেমেছিল ১৯৬৫ পাকিস্তান যুদ্ধের সময়। এই দৌলত বেগ এলাকাকে নিয়ে সাম্প্রতিক অতীতে ভারত-চিন উত্তেজনা চরমে পৌঁছেছিল। যদিও, দৌলত বেগ-এ বিমান নামিয়ে ভারত চিনকে কোনও সামরিক বার্তা দিতে চেয়েছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।
ঘটনাচক্রে মঙ্গলবারই দিল্লিতে চিনের সঙ্গে উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনা শুরু করল ভারত। চিনের বিদেশমন্ত্রী লিউ ঝেনের সঙ্গে বৈঠক করলেন বিদেশ সচিব সুজাতা সিং। আলোচ্যের মধ্যে অন্যান্য দ্বিপাক্ষিক সমস্যার সঙ্গে ছিল দুদেশের সীমান্ত নিয়ে মতপার্থক্যও। দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে আগামী অক্টোবরেই চিনে যাওয়া কথা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের।
 

.