দেশের নতুন প্রজন্ম কেন বেশি যৌন আক্রমণাত্মক, জানুন ৫ টা কারণ

Updated By: Oct 30, 2015, 05:55 PM IST
দেশের নতুন প্রজন্ম কেন বেশি যৌন আক্রমণাত্মক, জানুন ৫ টা কারণ

 

ওয়েব ডেস্ক: দেশে প্রতিদিন ৯০ জন মহিলা ধর্ষিত হচ্ছেন। কেন? আসলে ভারতের নতুন প্রজন্ম মারাত্মক বেশি রকম যৌন আক্রমণাত্মক। এই তথ্যই উঠে এসেছে একটি নতুন গবেষণায়। দেশের নানা প্রান্তে প্রতিদিন, প্রতিনিয়ত মেয়েদের উপর হচ্ছে যৌন অত্যাচার। কেন এমন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি বিশেষ সমীক্ষামূলক গবেষণা চালানো হয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চের পক্ষ থেকে। ১৮ থেকে ৫৯ বছরের ২০০০ জনেরও বেশি মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। কী কী উঠে এল এই সমীক্ষায়?

১) প্রায় ২৫ শতাংশ পুরুষ তাঁদের জীবনের কোনও কোনও সময় যৌন আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছেন।

২) বেশিরভাগ সময়ই এই যুবকেরা তাঁদের সঙ্গীনীর সঙ্গেই এমন আক্রমণাত্মক আচরণ করে থাকে।

৩) অ্যালকোহল শরীরে থাকার সময়ই বেশি পরিমাণ যৌন আক্রমণাত্মক হয়ে ওঠে নতুন প্রজন্মের ভারতীয় পুরুষরা।

৪) সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের উপর ছেলেবেলায় মানসিকভাবে অত্যাচার হয়েছে, পরবর্তীকালে তারাই বেশি যৌন আক্রমণাত্মক হয়ে উঠেছে।

৫) ৩৪ শতাংশ পুরুষ নিজেরা ছেলেবেলায় যৌন হেনস্থার শিকার হওয়ার পর নিজেরাও ওই একই আচরণ করছে, সুযোগমতো।

মেক্সিকো, চিলি কিংবা ক্রোয়েশিয়ার মতো দেশকে এই বিষয়ে অনেক পিছনে ফেলে দিয়েছে ভারত।

.