সিদ্ধার্থ ধরের পর ফের আইসিস-এর ভিডিওতে ভারতীয় ছাত্র
গত বছরই আইসিস-এর জেহাদি জনকে নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে জানা যায় সিদ্ধার্থ ধর নামে ওই অনাবাসী ভারতীয়ই আইসিস-এর জেহাদি জন বলে বিশ্বখ্যাত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই জঙ্গি সংগঠনে এক ভারতীয় ছাত্রের নাম জড়াল। অন্ধ্রপ্রদেশ থেকে টেক্সাসে পড়াশুনোর জন্য ওই ছাত্র গিয়েছিল বলে জানা গেছে।
ওয়েব ডেক্স : গত বছরই আইসিস-এর জেহাদি জনকে নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে জানা যায় সিদ্ধার্থ ধর নামে ওই অনাবাসী ভারতীয়ই আইসিস-এর জেহাদি জন বলে বিশ্বখ্যাত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই জঙ্গি সংগঠনে এক ভারতীয় ছাত্রের নাম জড়াল। অন্ধ্রপ্রদেশ থেকে টেক্সাসে পড়াশুনোর জন্য ওই ছাত্র গিয়েছিল বলে জানা গেছে।
সম্প্রতি আইসিস-এর পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ওই ছাত্রটি ভারতের বিরুদ্ধেই জেহাদ ঘোষণা করছে। এদিকে, ভিডিওটির সত্যতা বিচার করতে বর্তমানে সেটি খতিয়ে দেখছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
ওই ছাত্রের পাশাপাশি, আইসিস-এর প্রকাশিত ২২ মিনিটের ভিডিওটিতে ওই ছাত্রটি ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও থানের কয়েকজন ছাত্রকে দেখা গেছে।