সীমান্তে আঘাত এলে জবাব দিতে সক্ষম জওয়ানরা, চিনকে সতর্ক করলেন রাজনাথ

Updated By: Aug 21, 2017, 05:30 PM IST
সীমান্তে আঘাত এলে জবাব দিতে সক্ষম জওয়ানরা, চিনকে সতর্ক করলেন রাজনাথ

ওয়েব ডেস্ক:  দেশের সীমান্ত রক্ষা করার মতো ক্ষমতা আমাদের জওয়ানদের রয়েছে। ডোকা লা ইস্যুতে চিনকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।

সোমবার ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, সীমান্তে হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যেই কাজ করতে হয় সীমান্তরক্ষী বাহিনীকে। কিন্তু ওদের মধ্যে আমি ‌যে উৎসাহ দেখেছি তাতে কেউ ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমাদের জওয়ানদের সাহস এরকমই।

উল্লেখ্য, ডোকা লা নিয়ে চিনের সঙ্গে ভারতের সংঘাত এখনও শেষ হয়নি। চিন ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে, ডোকা লা থেকে ভারত সেনা না সরালে বড়সড় মূল্য দিতে হবে। এ ব্যাপারে রাজনাথ আজ বলেন, ডোকা লা নিয়ে তৈরি সমস্যার শীঘ্রই সমাধান হয়ে ‌যাবে। আশাকরি চিন এনিয়ে তাড়াতাড়ি কোনও ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে নেবে।   

রাজনাথ আরও বলেন, লাদাখে গিয়ে কঠিন ঠাণ্ডা টের পেয়েছি। সেই কঠিন আবহাওয়ায় দাঁড়িয়েও কাজ করছেন জওয়ানরা। ভারত কোনও দেশকে আক্রমণ করেনি। নিজের দেশের সীমান্ত বাড়িয়ে নেওয়ার কোনও উদ্দেশ্যই ভারতের নেই। কিন্তু সীমান্তে কোনও আক্রমণ হলে তা সামাল দিতে সক্ষম আমাদের জওয়ানরা।

আরও পড়ুন-IIT জয়েন্টে আগামী বছরেই কার্যকর নতুন পদ্ধতি, জেনে নিন বিস্তারিত

 

.