এন্ড অফ ট্রেন টেলিমেট্রি প্রযুক্তির মাধ্যমে গার্ড ব্যবস্থা বিলোপের পরিকল্পনা রেলের

যে দিকে ট্রেন চলেছে ঠিক তার বিপরীত দিকে ট্রেনের শেষ কামরার শেষ প্রান্তে রঙিন পতাকা হাতে দাঁড়িয়ে গার্ড- চিরাচরিত চেনা এই দৃশ্য হয়ত আর বেশি দিন দেখতে পাবেন না। কারণ, 'এন্ড অফ ট্রেন টেলিমেট্রি' (ইওটিটি) ব্যবস্থার প্রয়োগের মাধ্যমে গার্ড ব্যবস্থা বিলোপের পরিকল্পনা করছে ভারতীয় রেল। ইওটিটির মাধ্যমে ট্রেন চালক ও সর্বশেষ ওয়াগানের মধ্যমে যোগাযোগ সাধিত হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। আর এর থেকেই বোঝা যাবে যে সবকটি ওয়াগান নিয়েই ট্রেনটি চলছে। জানা যাচ্ছে এক একটি এন্ড অফ ট্রেন টেলিমেট্রি ইউনিটের দাম প্রায় ১০ লক্ষ টাকা।

Updated By: May 11, 2017, 11:38 AM IST
এন্ড অফ ট্রেন টেলিমেট্রি প্রযুক্তির মাধ্যমে গার্ড ব্যবস্থা বিলোপের পরিকল্পনা রেলের

ওয়েব ডেস্ক: যে দিকে ট্রেন চলেছে ঠিক তার বিপরীত দিকে ট্রেনের শেষ কামরার শেষ প্রান্তে রঙিন পতাকা হাতে দাঁড়িয়ে গার্ড- চিরাচরিত চেনা এই দৃশ্য হয়ত আর বেশি দিন দেখতে পাবেন না। কারণ, 'এন্ড অফ ট্রেন টেলিমেট্রি' (ইওটিটি) ব্যবস্থার প্রয়োগের মাধ্যমে গার্ড ব্যবস্থা বিলোপের পরিকল্পনা করছে ভারতীয় রেল। ইওটিটির মাধ্যমে ট্রেন চালক ও সর্বশেষ ওয়াগানের মধ্যমে যোগাযোগ সাধিত হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। আর এর থেকেই বোঝা যাবে যে সবকটি ওয়াগান নিয়েই ট্রেনটি চলছে। জানা যাচ্ছে এক একটি এন্ড অফ ট্রেন টেলিমেট্রি ইউনিটের দাম প্রায় ১০ লক্ষ টাকা।

আরও পড়ুন- রেল টিকিটের হোম ডেলিভারি পরিষেবায় আইআরসিটিসি

.