মিলল সবুজ সংকেত, ভারতীয় নৌবাহিনীতে আসছে ১১১ শক্তিশালী কপ্টার
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় নৌবাহিনীতে আসছে ১১১টি কপ্টার। এ ব্যপারে প্রয়োজনীয় ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রক।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্ব বৈঠকে বসে ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল। সেখানেই এনিয়ে সিদ্ধান্ত হয়। ওইসব কপ্টার কিনতে মোট খরচ হবে ২১,৭৩৮ কোটি টাকা। কপ্টারগুলির অধিকাংশই তৈরি হবে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায়।
আরও পড়ুন-পিছিয়ে গেল ঋতব্রতর আগাম জামিনের শুনানি
কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার পর এখন বিদেশি কপ্টার নির্মাণকারী সংস্থা চিহ্নিত করবে সেনা। বরাত দেওয়া হলে ওই নির্মাণসংস্থাকে কোনও ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে। তবে ১১১টি কপ্টারে মধ্যে ১৬টি সম্পূর্ণ তৈরি অবস্থায় কেনা হবে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে যৌথ উদ্দেগ্যে ২০০ হালকা কপ্টার তৈরি করছে। ভারতীয় বায়ুসেনা ও সেনাবাহিনীর জন্য ওইসব কপ্টার তৈরি করা হচ্ছে। সেজন্য খরচ হবে ৬,৫০০ কোটি টাকা।