মৃত্যুর ৬ দিন পর উদ্ধার বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ

মৃত্যুর ৬দিন পর কাল ধৌলাগিরির বুক থেকে উদ্ধার বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ।  

Updated By: May 26, 2016, 09:45 AM IST
মৃত্যুর ৬ দিন পর উদ্ধার বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ

ওয়েব ডেস্ক: মৃত্যুর ৬দিন পর কাল ধৌলাগিরির বুক থেকে উদ্ধার বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ।  

ডেথ জোনে মৃত্যু পর্বতারোহীর

ক্যাম্প থ্রি ও ক্যাম্প ফোরের মাঝখান থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। সেখান থেকে ক্যাম্প ওয়ানে  নামিয়ে আনা হয় দেহ। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে রাজীবের দেহ কাঠমান্ডুতে আনা যায়নি। দেহ কাঠমাণ্ডুতে আনতে আজ সকালেই ক্যাম্প ওয়ানের জন্য রওনা হয়েছে হেলিকপ্টার। ধৌলাগিরি অভিযানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজীব। সঙ্গী তাসি শেরপার বক্তব্য অনুযায়ী, উনিশে মে রাতে তাঁর মৃত্যু হয়। রাজীব ভট্টাচার্যের দেহ নিয়ে আসার জন্য নেপালে গেছে রাজ্য সরকারের প্রতিনিধি দল। দেবদাস নন্দী রয়েছেন বেসক্যাম্পে। 

.