তেরো বছর পর মঞ্জুর, সেনাবাহিনীতে আসছে বিপুল পরিমান আধুনিক অস্ত্রসস্ত্র
অবশেষে চিন, পাকিস্তান সীমান্তে প্রহরারত বাহিনীর দাবি মানল প্রতিরক্ষা মন্ত্রক। ১৩ বছর পর ভারতীয় জওয়ানদের জন্য কেনা হচ্ছে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও ক্লেজ কোয়ার্টার ব্যাটেল কারবাইন। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এ ব্যপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে চিন, পাকিস্তান সীমান্তে প্রহরারত বাহিনীর দাবি মানল প্রতিরক্ষা মন্ত্রক। ১৩ বছর পর ভারতীয় জওয়ানদের জন্য কেনা হচ্ছে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও ক্লেজ কোয়ার্টার ব্যাটেল কারবাইন। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এ ব্যপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতরমনের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিলের বৈঠকে স্থির হয়েছে, যত শীঘ্র সম্ভব সীমান্তে জওয়ানদের হাতে পৌঁছে দেওয়া হবে ওইসব অস্ত্র। আপাতত কেনা হচ্ছে ৭২ হাজার ৪০০ অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও ৯৩ হাজার ৮৯৫ কারবাইন। ওই বিপুল অস্ত্র কিনতে খরচ হবে ৩,৫৪৭ কোটি টাকা। এর জন্য শীঘ্রই আন্তর্জাতিক পর্যায়ে টেন্ডার ডাকতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।
আরও পড়ুন-বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাসায় দাপিয়ে বেড়াল দুষ্কৃতী, ছিঁড়ে ফেলার চেষ্টা করল ছাত্রীদের পোশাক
সম্প্রতি সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সেনা প্রধান বিপিন রাওয়াত মন্তব্য করেছেন, সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রে সাজাতে হবে। কিন্তু বেশ কয়েক বছরে ধরে বিভিন্ন কারণে প্রতিরক্ষা খাতে একের পর এক প্রকল্প বাতিল হয়েছে। এবার সীমান্তে উত্তেজনার কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ওই বিপুল অস্ত্র কেনা হচ্ছে।