শত্রুরা সাবধান! ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে চলে এল ইজরায়েলি ট্যাঙ্ক কিলার

DRDO-র তৈরি দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না-হওয়া পর্যন্ত ইজরায়েলি ট্যাঙ্ক কিলার ব্যবহার করা হবে।

Updated By: Oct 4, 2019, 10:52 AM IST
শত্রুরা সাবধান! ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে চলে এল ইজরায়েলি ট্যাঙ্ক কিলার

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে এবার চলে এল নতুন অস্ত্র। শত্রুর ট্যাঙ্ক আক্রমণ মোকাবিলার জন্য এবার আরও শক্তিশালী অস্ত্র পেয়ে গেল ভারতীয় সেনা। সীমিত সংখ্যক ইজরায়েলি স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (ATGMs) অধিগ্রহণ করল ইন্ডিয়ান আর্মি। তবে ভারতীয় সেনা এই অস্ত্র ব্যবহার করবে সীমিত সময়ের জন্য। DRDO-র তৈরি দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না-হওয়া পর্যন্ত ইজরায়েলি ট্যাঙ্ক কিলার ব্যবহার করা হবে।

আরও পড়ুন-  নিজেই নিজেকে কবর দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তেলেঙ্গানার কৃষক

কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকে বিভিন্ন উপায়ে সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান। তা ছাড়া পাকিস্তানে সেনা প্রধান ও একাধিক নেতা যুদ্ধের জিগির তুলতেও শুরু করেছেন। অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এখনও পর্যন্ত উদ্দেশে সফল হয়নি পাকিস্তান। তবে চাপা উত্তেজনা রয়েছেন। এরই মধ্যে নতুন অস্ত্র পেয়ে গিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার এসে পৌঁছেছে। প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে ফায়ার অ্যান্ড ফরগেট স্পাইক ATGMs কিনেছিল ভারত। 

আরও পড়ুন-  জম্মুর পর এবার কাশ্মীরের রাজনৈতিক বন্দিদের দফায়-দফায় মুক্তি দেওয়ার ঘোষণা প্রশাসনের

২০২০ সালে ভারতীয় সেনাবাহিনীকে মানব-পোর্টেবল ATGM দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ DRDO. গত মাসেই তিনটি সফল ট্রায়াল হয়েছে। তবে সেই অস্ত্র হাতে পাওয়ার আগে ইজরায়েলি ট্যাঙ্ক কিলারে আস্থা রাখছে ভারতীয় সেনা। ফায়ার অ্যান্ড ফরগেট স্পাইক ATGMs চার কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 

.