স্বার্থরক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত ভারত: এ কে অ্যান্টনি
উত্তর লাদাখে চিনের পিপলস লিবেরেশন আর্মির অনুপ্রবেশ প্রসঙ্গে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি। আজ এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন ``স্বার্থরক্ষার্থে ভারত প্রয়োজনীয় সররকম পদক্ষেপ নিতে প্রস্তুত``। চলতি মাসের ১৫ তারিখ লাদাখের উত্তর প্রান্তে দৈলত বেগ ওল্ডিতে প্রথম অনুপ্রবেশ করে পিএলএ। কিছু চিনা সৈন্যকে টহলদিতে দেখা যায়। ভারতীয় নিরাপত্তা বাহিনীও তৎক্ষণাত প্রতিরোধ তৈরি করে। গত ছ`দিন ধরে উভয় তরফের শীর্ষস্থানীয় আধিকারিকদের মধ্যে আলোচনা চললেও ওই অঞ্চলে এখনও দুই তরফের মধ্যেই চাপা উত্তেজনা স্পষ্ট।
উত্তর লাদাখে চিনের পিপলস লিবেরেশন আর্মির অনুপ্রবেশ প্রসঙ্গে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি। আজ এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন ``স্বার্থরক্ষার্থে ভারত প্রয়োজনীয় সররকম পদক্ষেপ নিতে প্রস্তুত``। চলতি মাসের ১৫ তারিখ লাদাখের উত্তর প্রান্তে দৈলত বেগ ওল্ডিতে প্রথম অনুপ্রবেশ করে পিএলএ। কিছু চিনা সৈন্যকে টহলদিতে দেখা যায়। ভারতীয় নিরাপত্তা বাহিনীও তৎক্ষণাত প্রতিরোধ তৈরি করে। গত ছ`দিন ধরে উভয় তরফের শীর্ষস্থানীয় আধিকারিকদের মধ্যে আলোচনা চললেও ওই অঞ্চলে এখনও দুই তরফের মধ্যেই চাপা উত্তেজনা স্পষ্ট।
প্রায় এক সপ্তাহ ধরে দুই দেশের শীর্ষ স্তরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চিন সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এই টহলদারির সূত্র ধরে ভারত-চীন সীমান্ত বরাবার লাদাখের ওই অংশকে চিন ভবিষ্যতে নিজেদের বলে দাবি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
চিনা সৈন্যদের বিপক্ষে ওই অঞ্চলে ভারতের তরফ থেকেও বর্তমানে সমশক্তির সেনা মজুত করা হয়েছে।