পরমাণু নিরাপত্তা নিয়ে নরেন্দ্র মোদীর সমালোচনায় বিরোধীরা

পরমাণু নিরাপত্তা নিয়ে সরব বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ করেন পরমাণু চুক্তি নিয়ে বিজেপি নিজেদের অবস্থান থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছে। তাঁর বক্তব্য, এর ফলে কোনও দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের বোঝা বইতে হবে ভারতবাসীকেই।

Updated By: Jan 26, 2015, 05:45 PM IST
পরমাণু নিরাপত্তা নিয়ে নরেন্দ্র মোদীর সমালোচনায় বিরোধীরা

ওয়েব ডেস্ক: পরমাণু নিরাপত্তা নিয়ে সরব বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ করেন পরমাণু চুক্তি নিয়ে বিজেপি নিজেদের অবস্থান থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছে। তাঁর বক্তব্য, এর ফলে কোনও দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের বোঝা বইতে হবে ভারতবাসীকেই।

একই সুর শোনা গেল সিপিআইএমের মুখেও। পরমাণু চুক্তি ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র চাপিয়ে দিল বলে অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসুর। ভূপাল গ্যাস দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, কোনও ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এবার দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের বোঝা  ভারতের ওপরই চাপবে।

এদিকে, বারাক ওবামার ভারত সফরের প্রতিবাদে হুগলির পিপুলপাতিতে বিক্ষোভ দেখালেন বামেরা। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজ পথে নেমে প্রতিবাদ দেখান বামেরা। পিপুলপাতি থেকে এইচ আই টি  পর্যন্ত মানবশৃঙ্খল তৈরি করে প্রতিবাদ জানানো হয়। পোড়ানো হয় বারাক ওবামার কুশপুতুল।

.