ইজরায়েল থেকে শক্তিশালী ১০০ স্পাইস বোমা কিনছে ভারত
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ১০০ স্পাইস বোম কেনার ব্যাপারে ইজরায়েলের সঙ্গে চুক্তি হয়েছে ভারতের
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে সাক্ষর করল ভারত। ইজরায়েলের কাছ থেকে মোট ১০০ স্পাইস বোমা কিনছে ভারত। এর জন্য খরচ হবে ৩০০ কোটি টাকা।
আরও পড়ুন-কড়ায় গণ্ডায় হিসেব নেবে কেন্দ্র, সেই ভয়ে নীতি আয়োগে নেই মমতা: দিলীপ
উল্লেখ্য, বালাকোটে জঙ্গি ডেরায় বায়ুসেনার অভিযানে ব্যবহার করা হয়েছিল স্পাইস-২০০০ বোমা। নতুন ১০০ স্পাইস বোমা স্পাইস ২০০০ বোমার উন্নত সংস্করণ। গোপন বাঙ্কার ও বড় কোনও ভবনে আকাশ পথে হামলার জন্য এই বোমা খুবই কার্যকর।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ১০০ স্পাইস বোম কেনার ব্যাপারে ইজরায়েলের সঙ্গে চুক্তি হয়েছে ভারতের। আগামী তিন মাসের মধ্যে ওইসব বোমা ভারতে এসে যাবে।
আরও পড়ুন-পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ আয়োজনের জন্য মোদী সরকারের অনুমতি চাইল বিসিসিআই!
লক্ষ্যনীয় বিষয় হল বালাকোটে জইশ জঙ্গি শিবিরে অভিযানের সময়ে তা কয়েকটি ভবনের মাথায় ফেলা হয়। কিন্তু তাতে বিস্ফোরণ ঘটেনি। বরং তা ভবনের ছাদ ফুটো করে ভেতরে ঢুকে জঙ্গিদের হত্যা করে।