পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী পৃথ্বী-২ এর সফল উত্ক্ষেপণ করল ভারত

পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী পৃথ্বী-২ এর সফল উত্ক্ষেপণ করল ভারত। ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ লঞ্চ প্যাড থ্রি থেকে উত্ক্ষেপণ করা হয় মিসাইলটি।  

Updated By: Jun 2, 2017, 04:14 PM IST
পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী পৃথ্বী-২ এর সফল উত্ক্ষেপণ করল ভারত

ওয়েব ডেস্ক : পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী পৃথ্বী-২ এর সফল উত্ক্ষেপণ করল ভারত। ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ লঞ্চ প্যাড থ্রি থেকে উত্ক্ষেপণ করা হয় মিসাইলটি।  

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ সকাল ১০টা বেজে ৫৬ মিনিট নাগাদ উত্ক্ষেপণ করা হয় পৃথ্বী-২। ভূমি থেকে ভূমি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) ও ভারত ডায়নামিকস লিমিটেড (BDL) যৌথভাবে তৈরি করেছে ক্ষেপণাস্ত্রটি।

তরল জ্বালানিতে চালিত পৃথ্বী-২ উচ্চতায় ৮.৫৬ মিটার। চওড়ায় ১১০ সেন্টিমিটার। ওজনে ৪৬০০ কিলোগ্রাম।

আরও পড়ুন, IRCTC-তে এখন যখন ইচ্ছে টিকিট কাটুন, দাম মেটান পরে

.