ভিডিয়ো: সীমান্তে পাকিস্তানের মোক্ষণ জবাব দেওয়ার পরীক্ষায় সফল ক্ষেপণাস্ত্র
সোমবারের পর মঙ্গলবারও সফল হল পরীক্ষা।
নিজস্ব প্রতিবেদন: তৃতীয়বার পরীক্ষাতেও সফল হল পিনাকা গাইডেড ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার রাজস্থানে পোখরানে তৃতীয়বার পরীক্ষা করা হল এটি। তার আগে সোমবারও ক্ষেণণাস্ত্রটির পরীক্ষা করা হয়েছিল।
জানা গিয়েছে, পিনাকা গাইডেড ক্ষেপণাস্ত্রের মারণক্ষমতার সীমা বেড়ে হয়েছে ৯০ কিলোমিটার। পরীক্ষায় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছে পিনাকা। ৯০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যকে ধ্বংস করে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র।
#WATCH India successfully carried out third trial of Pinaka guided missile at Pokharan (Rajasthan) today. Two trials were conducted yesterday. pic.twitter.com/1glOwNYA1e
— ANI (@ANI) March 12, 2019
দেশের প্রথম স্বদেশি গাইডেড মিসাইল পিনাকা। এর আগে পিনাকা মার্ক-২-র আঘাত হানার ক্ষমতা ছিল সর্বোচ্চ ৬০ কিলোমিটার। এবার তা বেড়ে হল ৯০ কিলোমিটার। জানা গিয়েছে, শুধু লক্ষ্যে আঘাত হানার সীমাই বাড়েনি, আগের চেয়ে ধ্বংসাত্নক হয়েছে ক্ষেপণাস্ত্রটি।
India successfully carried out third successful trial of Pinaka guided missile at Pokharan (Rajasthan) today. Two trials were conducted yesterday. pic.twitter.com/TXchE0hrRB
— ANI (@ANI) March 12, 2019
বলে রাখি, যুদ্ধের সময় এই ধরণের গাইডেড ক্ষেপণাস্ত্রের প্রয়োগ করে সেনাবাহিনী। রাশিয়ার নির্মিত রকেট লঞ্চার দিয়ে পিনাকা ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়। যুদ্ধের সময় শত্রুকে একের পর ক্ষেপণাস্ত্র দিয়ে ছিন্নবিচ্ছিন্ন করে দিতে পারে এই লঞ্চার।
আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০১৯: কে এলেন? কে গেলেন? দেখে নিন তৃণমূলের ৪২