BRICS-এর আগেই মোদী-পুতিনের বৈঠক!

BRICS সামিটের আগে ভারত ও রাশিয়ার দুই রাষ্ট্রপ্রধান আজ গোয়াতে দেখা করলেন। তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে উঠে আসে বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবিলা থেকে সামরিক শক্তি বৃদ্ধির মতো বিষয়।

Updated By: Oct 15, 2016, 02:16 PM IST
BRICS-এর আগেই মোদী-পুতিনের বৈঠক!

ওয়েব ডেস্ক : BRICS সামিটের আগে ভারত ও রাশিয়ার দুই রাষ্ট্রপ্রধান আজ গোয়াতে দেখা করলেন। তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে উঠে আসে বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবিলা থেকে সামরিক শক্তি বৃদ্ধির মতো বিষয়।

আজই গোয়ার পানাজিতে ভারত, চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে বসতে চলেছে BRICS সামিট। সেখানেও আলোচনার প্রধান বিষয় সন্ত্রাসবাদ। সঙ্গে থাকছে উন্নয়নশীল এই দেশগুলির আর্থ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা।

ভারতের বিদেশ দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, আজকের আলোচনার পরই বেশ কয়েকটি বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। তার মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশ S-400 মিসাইল ও নৌবাহিনীর জন্য উন্নতমানের পরিকাঠামো।

.