সম্পদশালী ভারত, পিছিয়ে ফ্রান্স-ইতালি

নিজস্ব প্রতিবেদন: ভারতের সম্পদ বাড়ছে দ্রুত গতিতে। সম্পদের দৌড়ে ভারত পেছনে ফেলে দিয়েছে ফ্রান্স ও ইতালির মতো দেশকে। ২০০৭ থেকে ২০১৭ সাল প‌র্যন্ত ভারতের সম্পদ বেড়েছে ৫,১৬,৫০০ কোটি ডলার। এমনটাই জানিয়েছে নিউ ওয়ার্ল্ড ওয়েলেথ-এর রিপোর্ট।

রিপোর্ট অনু‌যায়ী, সম্পদের নিরিখে শীর্ষে রয়েছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। ২০১৭ সালের হিসেব অনু‌যায়ী ডোনাল্ড ট্রাম্পের দেশের সম্পদের পরিমাণ ৬৪,৫৮,৪০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। চিনের মোট সম্পদের পরিমাণ ২৪,৮০,৩০০ কোটি ডলার। তৃতীয় স্থান অধিকার করেছে জাপান (১৯,৫২২ কোটি ডলার)।

আরও পড়ুন-মামার কীর্তি! বাথরুম থেকে উদ্ধার নগ্ন প্রতিবন্ধী ভাগ্নি

আপাদদৃষ্টিতে ফ্রান্স, ইতালি, কানাডার মতো দেশকে ধনী বলে মনে হলেও ওইসব দেশ সম্পদের দৌড়ে ভারতের পেছনে পড়ে গিয়েছে। ব্রিটেনের মতো দেশের সম্পদের পরিমাণ ৯,৯১,৯০০ কোটি ডলার। তাদের স্থান চতুর্থ। এরপর, পঞ্চম স্থানে রয়েছে জার্মানি (৯,৬৬,০০০ কোটি ডলার), ষষ্ঠ স্থানে ভারত (৮,২৩,০০০ কোটি ডলার), সপ্তম স্থানে ফ্রান্স (৬,৬৪,৯০০ কোটি ডলার), অষ্টম স্থানে রয়েছে কানাডা (৬,৩৯,৩০০ কোটি ডলার)।

English Title: 
India rank 6th in wealthiest country, says New World Wealth report
News Source: 
Home Title: 

সম্পদশালী ভারত, পিছিয়ে ফ্রান্স-ইতালি

সম্পদশালী ভারত, পিছিয়ে ফ্রান্স-ইতালি
Yes
Is Blog?: 
No
Section: