ডাকবিভাগে ৬,৫০০ শূন্যপদ, মাধ্যমিক পাশ হলেই করতে পারবেন আবেদন
স্নাতক, স্নাতকোত্তর না হয়েও পেতে পারেন মোটা বেতনের সরকারি চাকরি। এবার চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণসুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক ছাড়াও এবার বড় চান্স এনে দিল ডাক বিভাগ। ডাকবিভাগের সাড়ে ছ’হাজারেরও বেশি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু হতে চলেছে দ্রুত।
নিজস্ব প্রতিবেদন: স্নাতক, স্নাতকোত্তর না হয়েও পেতে পারেন মোটা বেতনের সরকারি চাকরি। এবার চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণসুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক ছাড়াও এবার বড় চান্স এনে দিল ডাক বিভাগ। ডাকবিভাগের সাড়ে ছ’হাজারেরও বেশি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু হতে চলেছে দ্রুত।
আরও পড়ুন: 'লাভ জিহাদ'-এর থেকে বাঁচতে ছাত্রীদের পাঠ বসুন্ধরা রাজে সরকারের
ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে কেরল ও উত্তরপ্রদেশ পোস্টাল সার্কেলে মোট ৬,৫০৭ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে কেরল গ্রামীণ ডাক বিভাগে ১১৯৩ ও উত্তরপ্রদেশ গ্রামীণ ডাক বিভাগে ৫৩১৪ টি শূন্যপদ রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জেনে নিন..
আসন সংখ্যা- ৬৫০৭
সরকার অনুমোদিত কিংবা কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীর কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে।
আবেদনের শেষ তারিখ ২৯ নভেম্বর।
আরও পড়ুন: এনআরআইদের ব্যাঙ্ক আকাউন্টের সঙ্গে আধার যোগ বাধ্যতামূলক নয়
অ্যাপলিকেশন ফি- ১০০ টাক। তবে এক্ষেত্রে এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের অ্যাপলিকেশন ফি দিতে লাগবে না।
//www.govtjobsmela.com-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।