বিশ্বের সব থেকে সহনশীল দেশ ভারত, হামিদ আনসারির বক্তব্য এভাবেই খণ্ডালেন পরবর্তী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া
Updated By: Aug 10, 2017, 05:37 PM IST
ওয়েব ডেস্ক: বিশ্বের সব থেকে সহনশীল দেশ ভারত। শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন নির্বাচিত উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। বললেন, রাজনীতির একমাত্র লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন।
বৃহস্পতিবার দিল্লিতে বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘ভারত সব থেকে সহনশীল দেশ। পরস্পকরে শ্রদ্ধা করাই ভারতের সংস্কৃতি। যদিও কিছু লোক সংখ্যালঘুদের রাজনীতির বোড়ে হিসাবে ব্যবহার করে। বিষয়টিকে হাওয়া দিয়ে এত বড় করে ফেলে যে দেশের ভাবমূতি ক্ষুণ্ণ হচ্ছে।’
বলে রাখি, এদিনই উপ রাষ্ট্রপতি হিসাবে তাঁর শেষ সাংবাদিক বৈঠকে দেশের মুসলিমরা অস্বচ্ছন্দ বোধ করছেন বলে মন্তব্য করেছেন হামিদ আনসারি। ভারতের সম্প্রীতির পরিবেশ বিপন্ন বলেও মন্তব্য করেন তিনি। তার ঘণ্টাখানেকের মধ্যেই পরবর্তী উপ-রাষ্ট্রপতির সম্পূর্ণ বিপরীত মন্তব্যের তাৎপর্য খুঁজছেন বিশেষজ্ঞরা।