হুরিয়ত নেতার সঙ্গে বৈঠকে পাক হাইকমিশনার, পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক আলোচনা স্থগিত ক্ষুব্ধ ভারতের
পাকিস্তানের সঙ্গে এবার সরাসরি সংঘাতের পথেই হাঁটল মোদী সরকার। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার জেরে পাকিস্তানের সঙ্গে সবরকম কূটনীতিক আলোচনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক। বিচ্ছিন্নতাবাদী সাবির শার সঙ্গে আজই দিল্লিতে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার আব্দুল বাসিত।
নতুন দিল্লি: পাকিস্তানের সঙ্গে এবার সরাসরি সংঘাতের পথেই হাঁটল মোদী সরকার। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার জেরে পাকিস্তানের সঙ্গে সবরকম কূটনীতিক আলোচনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক। বিচ্ছিন্নতাবাদী সাবির শার সঙ্গে আজই দিল্লিতে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার আব্দুল বাসিত।
সেই খবর ফাঁস হতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়ায়। তারপরই আগামী পঁচিশে অগাস্ট পাকিস্তানের সঙ্গে পূর্বনির্ধারিত সচিব পর্যায়ের আলোচনা বাতিল করে বিদেশমন্ত্রক। এদিকে গতকাল রাতেই জম্মু সেক্টরে ফের হামলা চালিয়েছে পাক সেনা। কাজেই সবমিলিয়ে পাক-ভারত সম্পর্কের বরফ গলার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছে রাজনৈতিক মহল।