সরবজিতের`ব্রেন ডেথ` নিয়ে বাড়ছে ধোঁয়াশা

পাকিস্তানের জেলে প্রহৃত ভারতীয় বন্দি সরবজিৎ সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হল। আজ প্রাথমিকভাবে লাহোরের হাসপাতাল সূত্রে জানা যায় সম্ভবত সরবজিতের মস্তিষ্কের মৃত্যু (`ব্রেন ডেথ`) হয়েছে এবং জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে সরবজিতের চিকিৎসার দায়িত্বাধীন মেডিক্যাল বোর্ডের প্রধান ঘোষণা করলেন সরবজিতের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও এখনও তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়নি।

Updated By: Apr 30, 2013, 05:04 PM IST

পাকিস্তানের জেলে প্রহৃত ভারতীয় বন্দি সরবজিৎ সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হল। আজ প্রাথমিকভাবে লাহোরের হাসপাতাল সূত্রে জানা যায় সম্ভবত সরবজিতের মস্তিষ্কের মৃত্যু (`ব্রেন ডেথ`) হয়েছে এবং জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে সরবজিতের চিকিৎসার দায়িত্বাধীন মেডিক্যাল বোর্ডের প্রধান ঘোষণা করলেন সরবজিতের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও এখনও তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়নি।
অন্যদিকে, সরবজিতের দিদি দলবির কৌরের মন্তব্য থেকে তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে আরও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজ বেলা ২.৩০টে নাগাদ ওয়াঘা সীমান্ত পার করে ভারতে ফিরে আসার পরেই দলবির মন্তব্য করেন তিনি পাঞ্জাবে ঘনিষ্ঠ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে ঠিক করবেন সরবজিতের জীবনদায়ী ব্যবস্থা আর তুলে নেওয়া উচিত হবে কী না।
সরবজিতের মৃত্যু সম্ভাবনাকে কয়েকশো গুন উসকিয়ে ভারতের এসসি এবং এসটি কমিশনের ভাইস প্রেসিডেন্ট রাজকুমার ভীরকা টুইট করেন, `` দলবির কৌরের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন পাকিস্তানের ডাক্তাররা তাঁকে জানিয়েছেন সরবজিতের মস্তিষ্কের মৃত্যু হয়েছে।``সরবজিতের শারীরিক অবস্থার ক্রমাবনির পর গতকাল ভারত পাকিস্তানের কাছে সরবজিতকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। কিন্তু পাকিস্তান সেই দাবিতে কর্ণপাত করেনি।

.