সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে মরিয়া ভারত

উরিতে জঙ্গি হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কোণঠাসা করতে মরিয়া ভারত। জেনিভায় রাষ্ট্রসংঘের ৩৩ তম মানবাধিকার কাউন্সিলের সভায় এক বিবৃতিতে ইসলামাবাদকে আবারও সীমান্ত সন্ত্রাস বন্ধের আর্জি জানায় দিল্লি।

Updated By: Sep 20, 2016, 11:21 AM IST
সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে মরিয়া ভারত

ওয়েব ডেস্ক : উরিতে জঙ্গি হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কোণঠাসা করতে মরিয়া ভারত। জেনিভায় রাষ্ট্রসংঘের ৩৩ তম মানবাধিকার কাউন্সিলের সভায় এক বিবৃতিতে ইসলামাবাদকে আবারও সীমান্ত সন্ত্রাস বন্ধের আর্জি জানায় দিল্লি।

সেইসঙ্গে ঘরের মাটিতে সন্ত্রাসের পরিকাঠামো ভাঙা এবং সন্ত্রাসের আঁতুঘর হিসেবে কাজ করা থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পাক শহরগুলিতে যেভাবে হাফিজ সইদ, সইয়দ সালাউদ্দিনের মত পরিচিত কট্টরপন্থীরা সভা করছেন এবং ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, তাতে উদ্বিগ্ন দিল্লি।  এর পেছনে রয়েছে প্রচ্ছন্ন পাক মদত রয়েছে বলেও অভিযোগ ভারতের। বিবৃতিতে এব্যাপারে মানবাধিকার কাউন্সিলের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, কাশ্মীর ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপের দাবি পাকিস্তানের

.