বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিল ভারত

Updated By: Oct 5, 2017, 10:49 PM IST
বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিল ভারত

ওয়েব ডেস্ক: বাংলাদেশকে বিশাল ঋণ দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। পরিকাঠামো ক্ষেত্রে পড়শি দেশকে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে নয়াদিল্লি। পরিকাঠামোর মধ্যে আছে জাহাজ নির্মাণ, বন্দর, রাস্তা ও বিদ্যুত্।   
অর্থনৈতিক বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ টুইট করেছেন, "ভারত ও বাংলাদেশে মধ্যে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের চুক্তি স্বাক্ষর হয়েছে। সে দেশে পরিকাঠামোয় এটাই সর্বোচ্চ অঙ্কের সহযোগিতা।"  

সড়ক, বন্দর, বিদ্যুত-সহ ১৭টি পরিকাঠামো ক্ষেত্রে এই অর্থ কাজে লাগাবে ঢাকা। মাত্র ১ শতাংশ সুদে এই ঋণ দিল ভারত। ২০ বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে বাংলাদেশকে। অতিরিক্ত আরও পাঁচবছর সময় পাবে তারা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দুদিনের বাংলাদেশ সফরের সময় এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। জেটলি জানিয়েছেন, বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য পাশে আছে ভারত। এটা তারই অংশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে তিন দফায় ৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে ভারত। এটাই কোনওদেশ সর্বোচ্চ ঋণ ভারতের।

বাংলাদেশের অর্থমন্ত্রী মুহিতের কথায়, "আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশীদার ছিল ভারত। দুদেশের মধ্যে দারুণ সম্পর্ক। আশা করি ভবিষ্যতেও ভারত পাশে থাকবে।"

আরও পড়ুন, সরকারের রোষে বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি

  

.