Maulana Masood Azhar: জইশ প্রধান মাসুদ আজহারের ভাইকে জঙ্গি তকমা ভারতের
পুলওয়ামা হামলার মূলচক্রী মাসুদ আজহারের ভাই
নিজস্ব প্রতিবেদন: ভারতের পদক্ষেপে বেকায়দায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammad) প্রধান মাসুদ আজহার (Maulana Masood Azhar)। এবার তার ভাই মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগির (Mohiuddin Aurangzeb Alamgir) তথা আম্মার আলভিকে (Ammar Alvi) জঙ্গি তকমা দিল নয়াদিল্লি। এই আম্মার আলভি'ই ২০১৯-এর মূলচক্রি ছিল বলে জানতে পেরেছে ভারত।
জানা গিয়েছে, মাসুদ আজহারের পর জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammad) অন্যতম মাথা হল মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগির (Mohiuddin Aurangzeb Alamgir)। মূলক পাকিস্তান থেকে অর্থ সংগ্রহ করে, তা জম্মু-কাশ্মীরে জইশ জঙ্গিদের কাছে পাঠানোর কাজ করে সে। একই সঙ্গে জইশের অন্যতম চালিকা শক্তি হল আলমগির। ২০১৯-এর পুলওয়ামা হালমার ছক তারই মস্তিষ্কপ্রসূত ছিল। সূত্রের খবর, সন্ত্রাসবিরোধী আইনে আম্মার আলভিকে (Ammar Alvi) জঙ্গি তকমা দিয়েছে ভারত। তার বিরুদ্ধে এনআইএ (NIA)-র হাতে প্রচুর তথ্য রয়েছে।
২০২০-তে এনআইএ (NIA) যে চার্জশইট পেশ করেছিল, তাতে মাসুজ আজহার, আবদুল আসগরের মতো আলমগিরের নাম রয়েছে। দু'দিন আগেই লস্কর প্রধান হাফিজ সইদের ছেলে তলহা সইদকেও জঙ্গি ঘোষণা করেছিল নয়াদিল্লি।
আরও পড়ুন: Missile Helina: আকাশ থেকেই ঘায়েল শত্রু, পোখরানে ট্যাঙ্ক বিধ্বংসী Helina-র পরীক্ষায় সাফল্য DRDO-র
আরও পড়ুন: বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার কথা পুনর্বিবেচনা করুন, মোদীকে আর্জি সিপিআই নেতার