করোনায় নরক মহারাষ্ট্র! এক লক্ষ থেকে দুঘর পিছিয়ে ভারত

 মাত্র দুই দিনেই আক্রান্ত প্রায় ১০ হাজার,যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৮০ হাজার ছাড়িয়েছে।

Updated By: May 15, 2020, 12:34 PM IST
করোনায় নরক মহারাষ্ট্র! এক লক্ষ থেকে দুঘর পিছিয়ে ভারত

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনার মারাত্মক বাড়বাড়ন্ত একেবারে স্পষ্ট। সারা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ হতে বাকি মাত্র ২০ হাজার। মাত্র দুই দিনেই আক্রান্ত প্রায় ১০ হাজার,যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৮০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪৯ জনের। আশার আলো জুগিয়ে প্রায় ২৮ হাজার করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। এ পর্যন্ত মোট ২০ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে এমনটাই তথ্য মিলেছে।
করোনা সংক্রমণ রুখতে সারা দেশে জনতা কার্ফুর পর ২১ দিনের লকডাউনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লকডাউনের মেয়াদ হাফ সেঞ্চুরি অতিক্রম করলেও পরিস্থিতির ভয়াবহতা একচুলও কমেনি। পরিস্থিতি সামাল দিতে লকডাউন ৪.০ এর ইঙ্গিত দিয়েছেন নমো। কিন্তু সমাধানসূত্র সারা বিশ্বের মতোই ভারতেক কাছেও অধরা।

আরও পড়ুন: আশঙ্কা বাড়িয়ে আচমকাই এক দিনে এক লাফে আক্রান্ত ৪ হাজার! বাংলায় করোনায় মৃত ১৪৩জন

রাজ্যগুলির মধ্যে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তর সংখ্যা সর্বাধিক,২৫ হাজার ৯২২ জন। শুধুমাত্র ধারাভী বস্তিতেই আক্রান্ত ১০০০ জন। মহারাষ্ট্রের পরেই সর্বাধিকের তালিকায় গুজরাট। সে রাজ্যে আক্রান্ত ৯ হাজার ২৬৭ জন। তামিলনাড়ুরও হাল প্রায় একই, আক্রান্ত ৯ হাজার ২২৭। দিল্লিতেও একদিনে সর্বোচ্চ ৪৭২ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েই দিয়েছে এইচআইভির মতোই অধরা থেকে যেতে পারে করোনার প্রতিষেধকও। সেক্ষেত্রে বিশ্বব্যাপী ৩ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেওয়া মারণ ভাইরাসের সঙ্গেই ঘর করতে হবে সারা বিশ্বকে। উহান থেকে ছড়িয়ে সারা বিশ্বে করাল থাবা বসিয়েছে এই ভাইরাস। যার জেরে থরহরিকম্প সারা বিশ্ব।

.