আজ ফের লাদাখ সীমান্তে ভারত ও চিনের আলোচনা, রফা সূত্র কি মিলবে?

চুসুলের চিনা দিকে মলদোয় দুই দেশের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে বৈঠক হবে।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jun 22, 2020, 02:01 PM IST
আজ ফের লাদাখ সীমান্তে ভারত ও চিনের আলোচনা, রফা সূত্র কি মিলবে?
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: লাদাখ সীমান্তে  আজ ফের ভারত ও চিনের সামরিক আলোচনা। চুসুলের চিনা দিকে মলদোয় দুই দেশের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে বৈঠক হবে। এমনটাই খবর মিলেছে সেনা সূত্রে।
জানা যাচ্ছে গালওয়ান সম্পর্কে সব বিষয় নিয়ে আলোচনা হবে আজ। গত ৬ জুন দুই দেশের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল দুই দেশই সেনা পিছিয়ে নেবে। কিন্তু তারপর ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই দেশ। ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। যাঁদের মধ্যে একজন কর্নেলও ছিলেন। সেনা সূত্রে জানানো হয়েছে ৪৫ চিনা সৈন্যও আহত কিংবা নিহত হয়েছিলেন।

আরও পড়ুন: উত্তরাখণ্ডের ৩ এলাকা দেশের মানচিত্রে স্থান দিয়ে ভারতের এই ভূখণ্ডও দাবি করল নেপাল

গতকালই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা কর্মীদের প্রধান বিপিন রাওয়াত ও তিনজন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিজেদের নিয়ম বদলাবে ভারতীয় সেনা। বৈঠকের পরে ফিল্ড কমান্ডরদের পরিস্থিতি বুঝে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
কয়েক দিন আগে প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন সেনাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সূত্র বলছে ভারত শান্তি চায় তবে চিন উস্কানি দিলে প্রতিশোধ নেবে ভারত।

.