লাদাখ সীমান্তে অচলাবস্থা সমাধানে বৈঠক ভারত চিনের

 বৈঠকের আগে চিনের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে ভারত। 

Updated By: Jan 24, 2021, 12:09 PM IST
লাদাখ সীমান্তে অচলাবস্থা সমাধানে বৈঠক ভারত চিনের

নিজস্ব প্রতিবেদন: বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। লাদাখে সীমান্ত বিবাদ মেটাতেই এই বৈঠক।  চুসুল সেক্টরের মলডোতে নবম কোর কমান্ডার পর্যায়ে বৈঠক হতে চলেছে। সেনা পর্যায়ের অফিসারদের সঙ্গে থাকবেন বিদেশ মন্ত্রকের এক আধিকারিকেরা। বৈঠকের আগে চিনের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে ভারত। চিন নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে সেনা না তুলে নিলে, ভারতও তাদের সেনা সরাবে না বলে আজ জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।  

আজ রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন,  লাদাখ সীমান্তে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে।  চিনের আপত্তি থাকলেও মাথা নত করবে না ভারত। চিনের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ টেনেছেন তিনি। অশান্ত লাদাখ সীমান্ত নিয়েই আলোচনা হবে বৈঠকে।  উপরেই জোর দিয়েছেন তিনি। সেনারা যখন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, তখন আলোচনার সুযোগ থাকে না।  রাজনাথ বলেন, “আমরা আলোচনার পথে বিশ্বাসী। কিন্তু সমাধানের জন্য কোনও নির্দিষ্ট সময় বা তারিখ বলা সম্ভব নয়।”

যোধপুরে ভারত-ফ্রান্স ‘ডেজার্ট নাইট-২১’ মহড়া সম্পর্কে বায়ুসেনা প্রধান  বলেন, “চিন আগ্রাসী মনোভাব দেখালে আমরাও আগ্রাসী হতে পারি।” চিন সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত। 

Tags:
.