'কোনও আগ্রাসন হয়নি, উচিত শিক্ষা দেওয়া হয়েছে... সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে কোনও বন্ধুত্ব চায় না ভারত'
ভারতের এক ইঞ্চি জমির দিকেও চোখ তুলে তাকানোর সাহস যেন কেউ না করে!
নিজস্ব প্রতিবেদন : "ভারতীয় ভূ-খণ্ডে কোনও চিনের আগ্রাসন হয়নি। দেশের সীমান্ত কেউ লঙ্ঘন করতে পারেনি। কোনও পোস্টও দখল করেনি চিন। হ্যাঁ, আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু ভারতমাতার দিকে যাঁরা চোখ তুলে তাকানোর সাহস করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।" সর্বদল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী মোদী।
#WATCH Neither have they intruded into our border, nor has any post been taken over by them (China). 20 of our jawans were martyred, but those who dared Bharat Mata, they were taught a lesson: PM Narendra Modi at all-party meet on India-China border issue pic.twitter.com/tWojnnrLOY
— ANI (@ANI) June 19, 2020
সর্বদল বৈঠক থেকেই চিনের উদ্দেশে মোদী হুঁশিয়ারি দেন, ভারতের এক ইঞ্চি জমির দিকেও চোখ তুলে তাকানোর সাহস যেন কেউ না করে!
Today, we possess the capability that no one can eye even one inch of our land. India's armed forces have the capability to move into multiple sectors at one go: Prime Minister Narendra Modi at all-party meeting pic.twitter.com/J4QZhQWw3S
— ANI (@ANI) June 19, 2020
মোদী বলেন, "ভারত শান্তি ও বন্ধুত্ব চায়। কিন্তু তা কখনওই ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে নয়। দেশের সার্বভৌমত্ব সবার আগে।" সর্বদল বৈঠকের শেষে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, "ভারত কখনও বাইরের শক্তির চাপের কাছে মাথা নত করেনি। আর করবেও না। দেশের সুরক্ষায় যা যা প্রয়োজন, সব করা হবে।"
#WATCH India wants peace and friendship, but upholding sovereignty is foremost: Prime Minister Narendra Modi at all-party meeting today on India-China border issue pic.twitter.com/xkw6sqBaJd
— ANI (@ANI) June 19, 2020
India has never come under external pressure. Whatever is necessary for country’s protection will be expedited: Prime Minister Narendra Modi at all party-meeting on India-China border issue pic.twitter.com/rYmrrlolSK
— ANI (@ANI) June 19, 2020
মোদী বলেন, "পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। ভারতের সীমান্ত সুরক্ষায় দেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে দক্ষ।"
We have given our armed forces full freedom for taking any appropriate action necessary: Prime Minister Narendra Modi https://t.co/ldR82ZNd5b
— ANI (@ANI) June 19, 2020
LAC-তে সেনা মোতায়েন ও নজরদারি আগের থেকে আরও বাড়ানো হয়েছে বলে জানান মোদী। একইসঙ্গে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, "তাৎক্ষণিক জবাব দিতে তৈরি সেনা।"
আরও পড়ুন, লাদাখ সংঘর্ষ : গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সর্বদল বৈঠকে প্রশ্ন মমতার, সাফ খারিজ রাজনাথের