Indo-China Border: সতর্ক ভারত, যোগাযোগের উন্নতিতে পাহাড় ফাটিয়ে ৭ সুড়ঙ্গ চিন সীমান্তে

মন্ত্রী জানিয়েছেন এই টানেলগুলি এই অঞ্চলে দ্রুত যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। তিনি জানিয়েছেন, ‘গত তিন বছরে, পাঁচটি টানেল তৈরি সম্পন্ন হয়েছে, বর্তমানে দশটির কাজ চলছে, এবং সাতটির কাজ পরিকল্পনার পর্যায়ে রয়েছে’।

Updated By: Aug 8, 2023, 04:10 PM IST
Indo-China Border: সতর্ক ভারত, যোগাযোগের উন্নতিতে পাহাড় ফাটিয়ে ৭ সুড়ঙ্গ চিন সীমান্তে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-চিন সীমান্তে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলে সড়ক যোগাযোগ বৃদ্ধির দিকে নজর দিয়েছে। সেই কারণে তাঁরা সাতটি নতুন টানেল নির্মাণের পরিকল্পনা করেছে বলে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাট জানিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন এই টানেলগুলি এই অঞ্চলে দ্রুত যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। তিনি জানিয়েছেন, ‘গত তিন বছরে, পাঁচটি টানেল তৈরি সম্পন্ন হয়েছে, বর্তমানে দশটির কাজ চলছে, এবং সাতটির কাজ পরিকল্পনার পর্যায়ে রয়েছে’।

এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির মধ্যে রয়েছে অটল টানেল, যার মাপ ৯.০২ কিলোমিটার। এর কাজ সফলভাবে ২০২০ সালে সম্পূর্ণ হয়েছিল। এর ফলে লাহুল-স্পিতি উপত্যকায় বছরব্যাপী প্রবেশ করার সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রীর মতে, অসমের গুয়াহাটি এবং অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের মধ্যে সংযোগ স্থাপনের সুবিধার্থে সেলা টানেলটির কাজ অগস্টের শেষের দিকে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: No Confidence Motion: শুরু অনাস্থা প্রস্তাবে আলোচনা, শুরুতেই মোদীকে ৩ বড় প্রশ্ন কংগ্রেসের

ভট্ট জানিয়েছেন, ‘২০১৪ সাল থেকে, মোদী সরকার সীমান্ত পরিকাঠামোর উন্নয়নের জন্য উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে, যা ২০১৩-১৪ সালে বর্ডার রোড অর্গানাইজেশনের বাজেট ৩,৭৮২ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২৩-২৪ সালে ১৪,৩৮৭ কোটি টাকা করেছে। এটি প্রায় চারগুণ বৃদ্ধি’।

তিনি আরও বলেন যে সেতু নির্মাণের দৈর্ঘ্য ২০১৪-২০২২ সালের মধ্যের সময়কালে ২২৪৩৯ মিটারে প্রসারিত হয়েছে। এটি ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে ছিল ৭২৭০ মিটার।

আরও পড়ুন: Guwahati Man arrested: লাঠি দিয়ে মাকে বেধড়ক মার; গায়ে গরম জল, ভিডিয়ো ভাইরাল হতেই....

পাশাপাশি, সরকার অরুণাচল প্রদেশে প্রায় ১,৮০০ কিলোমিটারব্যাপী একটি ফ্রন্টিয়ার হাইওয়ে তৈরির প্রক্রিয়ায় রয়েছে। এর লক্ষ্য আন্তঃ-উপত্যকা সংযোগ বৃদ্ধি। এই উদ্যোগটি অভ্যন্তরীণ এবং সীমান্ত সংযোগ উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে প্রস্তুত বলে মন্ত্রী উল্লেখ করেছেন।

ভট্ট জানিয়েদেন যে বাজেট বরাদ্দ বৃদ্ধি, দ্রুত নির্মাণ, উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার এবং দ্রুত প্রশাসনিক ছাড়পত্র দেশের সীমানা রক্ষায় কেন্দ্রীয় সরকারের অটল প্রতিশ্রুতিকে প্রমাণ করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.