রাষ্ট্রসংঘে শরিফের ভাষণের কড়া সমালোচনায় ভারত
রাষ্ট্রসংঘে শরিফের ভাষণের কড়া সমালোচনা করল নয়াদিল্লি। বুরহান ওয়ানিকে 'মহান' আখ্যা দেওয়ার তীব্র বিরোধিতা করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। বলেন, শরিফের মন্তব্যই প্রমাণ করে সন্ত্রাসে যুক্ত পাকিস্তান। উরি হামলা প্রসঙ্গে একটি কথা না বলায় শরিফকে একহাত নিয়েছেন বিকাশ স্বরূপ।
ওয়েব ডেস্ক : রাষ্ট্রসংঘে শরিফের ভাষণের কড়া সমালোচনা করল নয়াদিল্লি। বুরহান ওয়ানিকে 'মহান' আখ্যা দেওয়ার তীব্র বিরোধিতা করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। বলেন, শরিফের মন্তব্যই প্রমাণ করে সন্ত্রাসে যুক্ত পাকিস্তান। উরি হামলা প্রসঙ্গে একটি কথা না বলায় শরিফকে একহাত নিয়েছেন বিকাশ স্বরূপ।
Pak PM Sharif at #UNGA glorifies Hizbul terrorist Burhan Wani in UN's highest forum. Shows continued Pak attachment to terrorism.
— Vikas Swarup (@MEAIndia) September 21, 2016
আলোচনায় ভারত শর্ত চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন শরিফ। তারও বিরোধিতা করেছেন স্বরূপ। বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূল করাই ভারতের একমাত্র শর্ত। তাই শরিফ যা বলেছেন তা মেনে নেওয়া যায় না।
PM Sharif at #UNGA says India poses unacceptable conditions to dialogue. India's only condition is an end to terrorism. This not acceptable?
— Vikas Swarup (@MEAIndia) September 21, 2016
পাশাপাশি, নওয়াজ শরিফের ভাষণের কড়া সমালোচনায় মুখর হয়েছেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবরও। তিনি বলেন, বুরহান ওয়ানি হিজবুল জঙ্গি। অথচ সেই জঙ্গির হয়েই সওয়াল করছেন পাক প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।