বিশ্বজুড়ে মন্দায় ভারতের আর্থিক বৃদ্ধি নেমে হতে পারে মাত্র ১.৯ শতাংশ: IMF

করোনাভাইারাসের প্রভাব বিশ্বের সব দেশের ওপরেই পড়বে। এমনটাই জানিয়েছেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Apr 14, 2020, 09:07 PM IST
বিশ্বজুড়ে মন্দায় ভারতের আর্থিক বৃদ্ধি নেমে হতে পারে মাত্র ১.৯ শতাংশ: IMF

নিজস্ব প্রতিবেদন: চলতি আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধি কমে যাবে অবিশ্বাস্য রকম। এমনই পূর্বাভাস দিল আইএমএফ। বিশ্ব ব্যাঙ্ক যেখানে বলেছিল চলতি আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ১.৫ শতাংশ থেকে ২.৮ শতাংশ। সেখানে আইএমএফের হিসেব, বৃদ্ধি হবে ১.৯ শতাংশ। ১৯৯১ সালের পর থেকে এই বৃদ্ধি সবচেয়ে কম।

করোনায় আক্রান্ত বিশ্বের বহু উন্নত দেশ। চলছে লকডাউন। বাজার প্রায় বন্ধ। এর ঝাপটা সব দেশেই এসে পড়বে। আইএমএফের পূর্বাভাস অনুয়ায়ী চিনের আর্থিক বৃদ্ধি হবে ১.২ শতাংশ। ২০২১ সালে ভারতের আ্থিক বৃদ্ধি ৭.৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। চিনের ক্ষেত্রে তা ছিল ৯.২ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪.৫ শতাংশ ও জাপানের বৃদ্ধির কথা ছিল ৩ শতাংশ। বিশ্ব মন্দার কারণে তা অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: আক্রান্ত ৫ লক্ষেরও বেশি, মৃত ২৩ হাজার, তবুও আংশিক লকডাউন তোলার পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

আইএমএফের সাম্প্রতি রিপোর্টে বলা হয়েছে অধিকাংশ উন্নত দেশে আর্থিক বৃদ্ধি কমবে উল্লেখযোগ্য হারে। গোটা বিশ্বেই আর্থিক বৃদ্ধি ৩ শতাংশ কমবে লবলে মনে জকরা হচ্ছে। করোনাভাইারাসের প্রভাব বিশ্বের সব দেশের ওপরেই পড়বে। এমনটাই জানিয়েছেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।

.