বাড়ি থেকে উদ্ধার একে-৪৭ রাইফেল! পলাতক বিহারের অভিযুক্ত বিধায়ক

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অনন্ত সিং-এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Updated By: Aug 18, 2019, 11:18 AM IST
বাড়ি থেকে উদ্ধার একে-৪৭ রাইফেল! পলাতক বিহারের অভিযুক্ত বিধায়ক
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: গ্রেফতারি এড়াতে পলাতক বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিং। শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, বেশ কয়েক রাউন্ড বুলেট, হ্যান্ড গ্রেনেড-সহ একাধিক বেআইনি অস্ত্র উদ্ধার করে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)। বাজেয়াপ্ত করা হয় ওই সমস্ত অস্ত্রশস্ত্র। কিন্তু সুযোগ বুঝে বাড়ি থেকে চম্পট দেন ঘটনায় অভিযুক্ত বিহারের বিধায়ক অনন্ত সিং। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অনন্ত সিং-এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই বিধায়কের বাড়ির কেয়ারটেকার সুনীল রামকে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা, সঙ্গী আরও ৫

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্ত বিধায়ককে গ্রেফতারের জন্য শনিবার পুলিস যখন তাঁর বাড়িতে পৌঁছায়, ততক্ষণে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন অনন্ত সিং। পুলিস জানিয়েছে, অনন্ত সিং-এর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেও তেমন কোনও তথ্য মেলেনি। অভিযুক্ত বিধায়কের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিস।

.