নিশানায় কালো টাকা, ফেসবুক-ইনস্টাগ্রামের মতো নেটওয়ার্কিং সাইটেও নজর আয়কর দফতরের
ওয়েব ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের ঠিকুজি কুষ্টি দেওয়ার আগে সাবধান। আপনি হয়তো আপনার কেনা নতুন গাড়ির সঙ্গে ছবি তুলে ফেসবুক বা ইনস্টাগ্রামে দিয়ে দিলেন। দিন কয়েক পর হয়তো দেখলেন আপনার দরজায় এসে দাঁড়িয়েছেন আয়কর দফতরের অফিসাররা। এরকমই এবার হতে চলেছে।
আগামী মাস থেকে আয়কর দফতর চালু করতে চলেছে প্রোজেক্ট ইনসাইট প্রকল্প। এই প্রকল্পে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির উপরে নজর রাখাতে চেলেছে আয়কর দফতর। উদ্দেশ্য আপনার কালো টাকা খুঁজে বের করা।
সরকার ইতিমধ্যেই প্যান ও আধার লিঙ্ক করা বাধতামূলক করে দিয়েছে। এর ফলে কারও আয় ও তার সম্পর্কে অন্যান্য তথ্য হাতের নাগালে পেয়ে যাচ্ছে সরকার। এবার তথ্যপ্রযুক্তি কোম্পানিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের দেওয়া তথ্য তার আয়-ব্যয়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে। সেখান থেকেই খুঁজে বের করা হবে তার কাছে কালো টাক রয়েছে কিনা।
আরও পড়ুন-কমছে GST, দাম কমছে ৩০টি পণ্যের