একমাস আগে উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২৬০ কোটির সেতু

এক মাস আগে এই সেতুর উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 16, 2020, 03:47 PM IST
একমাস আগে উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২৬০ কোটির সেতু
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: টেনেটুনে এক মাসও টিকল না ২৬০ কোটি টাকার সেতু। গন্ডাক নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি। পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোপালগঞ্জে এক মাস আগে এই সেতুর উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মাস ঘুরতে না ঘুরতেই বৃষ্টির তোড়ে বুধবার ভেঙে পড়ল সেতুটি।

৮ বছর ধরে এই ১.৪ কিলোমিটার দীর্ঘ সাত্তারঘাট সেতুটি নির্মাণ করেছিল বিহার রাজ্য পুল নির্মাণ নিগম লিমিটেড। ১৬ জুন সকলের জন্য খুলে দেওয়া হয়েছিল এইটি। আর মাত্র ২৯ দিনেই এই হাল।

আরও পড়ুন:ব্যান্ড পার্টি নিয়ে অপরাধীর বাড়িতে হাজির পুলিস! কাণ্ড দেখে অবাক পাড়া-প্রতিবেশি

এই ঘটনার সঙ্গে সঙ্গে তোপ দাগতে ছাড়েননি লালুপ্রসাদ যাদবের ছেলে বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি লিখেছেন, "৮ বছর ধরে তৈরি করা ২৬৩ কোটি টাকার সেতু ২৯ দিনে ভেঙে পড়ল। দুর্নীতির ভীস্ম পিতামহ নীতীশ জি এখন কিছু বলবেন না। সব দিক দিয়ে বিহারকে লুটছেন।" নীতীশকে খোঁচা দিয়ে টুইট করতে ছাড়েননি বিহার কংগ্রেসের প্রধান মদন মোহন ঝাও।

 

সাত্তারঘাট সেতুর মাধ্যমে গোপালগঞ্জ ও পূর্ব চম্পারণের মধ্যে যোগাযোগ হত। সেতু না থাকায় তা ব্যাহত হচ্ছে। সরকারি পর্যবেক্ষক দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

.