এই সেপ্টেম্বরেই ভারতে চালু হতে পারে বুলেট ট্রেন

Updated By: Jul 27, 2017, 08:55 PM IST
এই সেপ্টেম্বরেই ভারতে চালু হতে পারে বুলেট ট্রেন

ওয়েব ডেস্ক: এই সেপ্টেম্বরেই ভারতে চালু হতে পারে বুলেট ট্রেন, এমনটাই খবর। সবকিছু ঠিক থাকলে ২০১৭ সালের সেপ্টেম্বরেই মুম্বাই থেকে আমেদাবাদ রুটে দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন স্বয়ং মোদী। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উল্লেখ্য, এই রুটে বুলেট ট্রেন চলাচলের জন্য লাইন (ট্র্যাক) তৈরিতে ব্যবহৃত হয়েছে জাপানের 'শিঙ্কানসেন' প্রযুক্তি। সেসময় শিনজো আবের সফরের সময়তেই দুদেশের মধ্যে ৭৬ হাজার ৯০০ কোটি টাকার ঋণ-চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

অন্য দিকে, গতকাল ট্রেনের খাবারের মধ্যে মিলল টিকটিকি। ১২৩০৩ হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেসের ঘটনা। এক যাত্রী বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন। কিন্তু, সিলভার ফয়েলের প্যাকিং খুলে খেতে গিয়েই চোখ কপালে। বিরিয়ানির মধ্যে থেকে 'উঁকি মারছে' মরা টিকটিকি। এরপরই অসুস্থবোধ করতে থাকেন ওই যাত্রী। কিন্তু, তারপরেও ট্রেনের মধ্যে কোনওরকম চিকিত্সা সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। গোটা বিষয়টি টুইটারে ছবিসহ পোস্ট করে রেলমন্ত্রীকে অভিযোগ জানান সহযাত্রী।

.