মাস্ক নাক থেকে নামায় বেধরক মার দুই পুলিসের, ভিডিও দেখে আতঙ্কিত শহরবাসী

কৃষ্ণার ছেলে তাঁর বাবাকে বাঁচানোর জন্য চিৎকার করে কাঁদতে থাকে, সাহায্য চায়। কিন্তু কোনও লাভ হয়না। 

Updated By: Apr 7, 2021, 02:32 PM IST
মাস্ক নাক থেকে নামায় বেধরক মার দুই পুলিসের, ভিডিও দেখে আতঙ্কিত শহরবাসী

নিজস্ব প্রতিবেদন: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার অন্যতম কারণ, শুধুমাত্র অসচেনতা, কোভিড বিধি না মানা ও করোনাকে অবজ্ঞা করা। তাই স্বাস্থ্যমন্ত্রক থেকে বারবার  মাস্ক পরার প্রতি জোর দিচ্ছে। কিন্তু, এই ভয়াবহতাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না একাংশ। সম্প্রতি ইন্দোরে মাস্ক পরা বাধ্যবাধকতা করতে গিয়ে রীতিমতো মারধর করে এক ব্যক্তিকে। যে ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল নেট দুনিয়ায়। তবে অনেকেই পুলিসের এই পদক্ষেপকে ভালো চোখে দেখেনি। 

৩৫ বছরের কৃষ্ণা কেয়ার। তিনি পেশায় অটোচালক। নাক থেকে তাঁর  মাস্ক নেমে যায়। তখনই তাঁকে ধরে পুলিস। তাঁকে থানায় নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। অটো চালক যেতে না চাইলে রাস্তার মধ্যে ফেলে মারে তাঁকে। কৃষ্ণার ছেলে তাঁর বাবাকে বাঁচানোর জন্য চিৎকার করে কাঁদতে থাকে, সাহায্য চায়। কিন্তু কোনও লাভ হয়না। 

রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকেই ঘটনাটি দেখতে থাকেন, কিন্তু বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসে না। দুই পুলিসের নাম কমল প্রজাপাত ও ধর্মেন্দ্র জাত। ঘটনার বহু পরেও ওই দুই পুলিসের কোনও শাস্তি হয়নি। ভিডিও ভাইরাল হওয়ার পর সাসপেন্ড করা হয়।

 

.