Union Budget 2023: শিক্ষাখাতে কেমন বরাদ্দ হল? জেনে নিন এ বিষয়ে অর্থমন্ত্রীর বিশেষ ঘোষণা...
Union Budget 2023: ২০২৩-২৪ অর্থবর্ষের দিকে তাকিয়ে যে বাজেট আজ পেশ হল সেখানে শিক্ষাখাতে তাৎপর্যপূর্ণ বরাদ্দ হয়েছে। এডুকেশন সেক্টরে ১.১২ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেউ বলছে শতাংশের হিসেবে বরাদ্দ কমেছে, কেউ বলছে দৃষ্টান্তমূলক বরাদ্দ। তা নিয়ে তর্ক আলোচনা চলবে, তবে আপাতত যা জানা গিয়েছে, তা হল, ২০২৩-২৪ অর্থবর্ষের দিকে তাকিয়ে যে বাজেট আজ পেশ হল সেখানে শিক্ষাখাতে তাৎপর্যপূর্ণ বরাদ্দই হয়েছে। এডুকেশন সেক্টরে ১.১২ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। চলতি অর্থবর্ষে ১ লক্ষ ১২ হাজার ৮৯৮ কোটি টাকা খরচ করা হবে এই খাতে। বলা হচ্ছে, সম্প্রতি এই পরিমাণ অ্য়ালোকেশন হয়নি শিক্ষায়। স্কুল শিক্ষা দফতর ও সাক্ষরতা বিভাগের জন্য বরাদ্দ ৬৮ হাজার ৮০৪ কোটি টাকা। আর উচ্চ শিক্ষা দফতরের জন্য বরাদ্দ হয়েছে ৪৪ হাজার ৯৪ কোটি টাকা। ২০২২-২৩ বছরের জন্য স্কুল শিক্ষা দফতরের বাজেট ৫৯ হাজার ৫২ কোটি টাকা আর উচ্চ শিক্ষা দফতরের জন্য ৪০ হাজার ৮২৮ কোটি টাকা।
আরও পড়ুন: Union Budget 2023: দেখে নিন প্রতিরক্ষায় কত বরাদ্দ হল আর তা দিয়ে কী কী অস্ত্রশস্ত্র কিনতে পারবে ভারত...
স্কুল এডুকেশন বাজেটে সরকার অ্যালোকেট করছে ৩৬৪.১ কোটি টাকা। এর মধ্যেই পড়ে শিক্ষায় জাতীয় পুরস্কার প্রদানের খরচ, প্রধানমন্ত্রী ইনোভেটিভ লার্নিং প্রোগ্রাম প্রভৃতি স্কিম।
আরও পড়ুন: Union Budget 2023: বাজেটে মোদী সরকারের নজর জেলেও, গরিব বন্দিদের জন্য চমকপ্রদ ঘোষণা নির্মলার
ডিজিটাল ইন্ডিয়া ই-লার্নিং-য়ের ক্ষেত্রে সরকার ৪২০ কোটি টাকা বরাদ্দ করেছে, ২০২২-২০২৩ সালে এই বরাদ্দ ছিল পাঁচ কোটি কম। রিসার্চ ও ইনোভেশনের খরচপাতির ক্ষেত্রেও রয়েছে ২১০ কোটি টাকা বরাদ্দ। ইউজিসি ও অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-- এই দুই বিভাগেও ভালো পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার অর্থাৎ, আজ ১ ফেব্রুয়ারি, ২০২৩ সালের বাজেট পেশ করলেন। ১ এপ্রিল, ২০২৩ থেকে শুরু হতে চলা অর্থবর্ষের জন্য এই কেন্দ্রীয় বাজেট ২০২৩ পেশ করলেন তিনি। গতকাল মঙ্গলবার সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার পরে, অর্থমন্ত্রী সীতারামন ২০২২-২৩ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছিলেন। অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ভারতের জিডিপি ২০২৩-২৪ সালে ৬.৫ শতাংশ বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি অবশ্য গত দুই অর্থবর্ষের তুলনায় কম (বর্তমান অর্থবছরের ৭ শতাংশ, ২০২১-২০২২ সালে ছিল ৮.৭ শতাংশ)। বাজেট উপস্থাপনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার আস্থা প্রকাশ করেছেন যে, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও, ভারতের বাজেট সাধারণ নাগরিকদের আশা ও আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে এবং বিশ্বের জন্য আশার আলো দেখাবে।