বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মাধ্যমে ভারতে জাল ছড়াচ্ছে জামাত, মন্তব্য এনআইএর ডিজির

মোদী বলেন, ২৫ জন জামাত জঙ্গির একটি তালিকা তৈরি হয়েছে। প্রতিটি রাজ্য সরকারকে তা পাঠানো হয়েছে

Updated By: Oct 14, 2019, 12:13 PM IST
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মাধ্যমে ভারতে জাল ছড়াচ্ছে জামাত, মন্তব্য এনআইএর ডিজির

নিজস্ব প্রতিবেদন: বিহার, কর্ণাটক, কেরলা ও মহারাষ্ট্রে জাল ছড়াচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন। এরা আসছে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে। সোমবার নয়াদিল্লিতে এটিএস ওএসটিএফের এক অনুষ্ঠানে বলেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর যোগেশ চান্দের মোদী।

আরও পড়ুন-ফের মেট্রোর লাইনে আত্মহত্যা, অফিসের ব্যস্ত সময়ে ব্য়াহত পরিষেবা

এদিন মোদী বলেন, ২৫ জন জামাত জঙ্গির একটি তালিকা তৈরি হয়েছে। প্রতিটি রাজ্য সরকারকে তা পাঠানো হয়েছে। রাজ্য সরকারগুলির সঙ্গে কাজ করে এই সমস্যার চ্যালেঞ্জ নিতে হবে। যেসব ব্যবস্থা নেওয়া হবে তার মধ্যে রয়েছে জঙ্গিদের টাকার জোগান বন্ধ করা, ধর্মীয় উগ্রবাদ বন্ধ করা ও ডিজিটাল প্রামাণপত্রের ওপরে নজর রাখা।

আরও পড়ুন-ইনস্টাগ্রামে ৩ কোটি ছাড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যা!

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দেশে জঙ্গিদের মোকাবিলা করার জন্য এনআইএকে ধন্যবাদ দেন দোভাল।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ঢাকার কাছে পালানপুরে তৈরি হয় জামাত-উল-মুজাহিদিন। বাংলাদেশ সরকার এই সংগঠনকে নিষিদ্ধ করে দেয় ২০০৫ সালে।

.