'দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধে' এবার টার্গেট কেন্দ্রীয় আমলারা

Updated By: Jul 31, 2017, 11:53 AM IST
'দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধে' এবার টার্গেট কেন্দ্রীয় আমলারা

ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের পরই নতুন উদ্যমে 'দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধে' নামতে চলেছে মোদী সরকার। নোট বাতিল, বেনামি সম্পত্তির পর এই যুদ্ধে মোদী সরকারের নতুন অস্ত্র সরকারি আমলা-আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত, এমনটাই খবর কেন্দ্রের তরফে। প্রতিটি মন্ত্রকের ভিজিল্যান্স কমিটিকে সংশ্লিষ্ট বিভাগের দুর্নীতিগ্রস্থ কর্মীদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তার ভিত্তিতে ১৫ই অগস্টের পর থেকে শুরু হবে 'ব্যবস্থা গ্রহণ'।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই তালিকা প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং বিভিন্ন দফতর ও সংসদীয় সংস্থার উদ্দেশে চিঠি পাঠিয়ে আগামী ৫ই অগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। জানা যাচ্ছে, যেসব অফিসারদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়ে গেছে বা তদন্ত চলাকালীন তাঁদের 'বিশ্বাসযোগ্যতা' নিয়ে প্রশ্ন উঠে গেছে তাঁদেরও এই তালিকায় যুক্ত করা হবে। অতিঅবশ্যই এই তালিকা উপযুক্ত সংস্থার দ্বারা যাচাই করে নেওয়া হবে। পরবর্তী কালে এই তালিকা সিবিআই ও সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের কাছে পদক্ষেপ নেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হবে।

.