পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
ওয়েব ডেস্ক : পণের দাবিতে ২৪ বছরের এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির বিকাশপুরী এলাকায়। খুনের অভিযোগে ওই গৃহবধূর স্বামী, দেওর ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। খোঁজ চলছে শাশুড়ির।
জানা গেছে, ২০১২ সালে গুরুচরণ সিংয়ের সঙ্গে বিয়ের পর থেকেই পণের দাবিতে নানা ভাবে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর ওপর অত্যাচার চালাত বলে অভিযোগ। প্রথমটায় তাদের দাবি মেটানো হয় কয়েকবার। কিন্তু, দিন যত এগিয়েছে ততই অত্যাচারের মাত্রা বেড়ে গেছে। সম্প্রতি ১০ লাখ টাকা চাওয়া হয় ওই গৃহবধূর বাড়ির কাছে। কিন্তু তারা তা দিতে সক্ষম না হওয়ায় শুরু হয় অত্যাচার। এমনকি তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ।
দিন ১৫ বাপের বাড়িতে থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসেন তিনি। অভিযোগ, তারপরই তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় ৯০ শতাংশ পড়ে যাওয়ার পর তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে পুলিসের কাছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্বামী, দেওর ও শ্বশুরকে।
আরও পড়ুন- নাবালিকা মেয়েকে গণধর্ষণ, শোকে মৃত্যু বাবার