জিএসটি-নোট বাতিলে লাভবান হবে অর্থনীতি, মত আইএমএফ-এর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই পদক্ষেপে দেশের অর্থনীতি লাভবান হবে বলে জানাল আইএমএফ। 

Updated By: Dec 22, 2017, 06:00 PM IST
জিএসটি-নোট বাতিলে লাভবান হবে অর্থনীতি, মত আইএমএফ-এর

নিজস্ব প্রতিবেদন: নোট বাতিল ও জিএসটির ফলে বেশি দিন দেশের অর্থনীতির গতি স্লথ থাকবে না। এটা সাময়িক সমস্যা। এমনটাই মত আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ-এর। 

সিএনবিসি-টিভি ১৮-কে দেওয়া সাক্ষাত্কারে আইএমএফ-এর আর্থিক পরামর্শদাতা ও গবেষণা সংক্রান্ত বিভাগের ডিরেকটর মরিস ওবসফিল্ড বলেন, ''স্বপ্ন সময়ে ব্যাথা দিলেও নোট বাতিল ও জিএসটির ফলে লাভবান হবে দেশের অর্থনীতি। চলতি অর্থবছরে দেশে বৃদ্ধি থাকতে পারে ৬.৭ শতাংশ। পরের অর্থবর্ষে তা পৌঁছতে পারে ৭.৪ শতাংশে।'' 

আরও পড়ুন- গুজরাটে উল্টে গেল ইভিএমবাহী ট্রাক, ষড়যন্ত্রের ইঙ্গিত হার্দিক প্যাটেলের

গত ১ জুলাই পণ্য ও পরিষেবা কর চালু হয়েছে। আর গতবছর ৮ নভেম্বর পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। আইএমএফ কর্তার মতে, ''নোট বাতিলের প্রভাব সাময়িক। পরে এর সুফল পাওয়া যাবে।'' জিএসটি আপাতত অগ্রগতির স্তরে রয়েছে, আস্তে আস্তে জিএসটির সঙ্গে দেশের অর্থনীতি তাল মেলাচ্ছে বলেও মনে করেন তিনি।

.