সময়ের দু'সপ্তাহ আগেই গোটা দেশে ঢুকে পড়ল বর্ষা

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০ বছরের গড় বৃষ্টিপাতের ৯৬-১০৪ শতাংশ পর্যন্ত বৃষ্টি হলেই তাকে স্বাভাবিক বলে ধরে আবহাওয়া দফতর।

Updated By: Jun 29, 2018, 07:07 PM IST
সময়ের দু'সপ্তাহ আগেই গোটা দেশে ঢুকে পড়ল বর্ষা

নিজস্ব প্রতিবেদন : সময়ের দু'সপ্তাহ আগেই বর্ষা ঢুকে পড়ল গোটা দেশে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এবার বর্ষা স্বাভাবিকের কিছুটা আগেই ঢুকে পড়েছে গোটা দেশে। যেটা এক কথায় ভাল লক্ষণ।

সাধারণ ভাবে ১৫ জুলাইয়ের মধ্যে গোটা দেশে বর্ষার ঢুকে পড়ে। মৌসম ভবনের দাবি, এবছর মৌসুমি বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদ্বীপে মোটের উপর স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও রাজ্যে অবশ্য বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি হবে। তবে, নির্ধারিত সময়ের এতটা আগেই তা ঢুকে পড়বে বলে আগে থেকে আভাস পায়নি মৌসম ভবনও।

আরও পড়ুন- উত্তরাখণ্ডের মু্খ্যমন্ত্রীর নির্দেশে বরখাস্ত শিক্ষিকা

ভারতের মতো কৃষিপ্রধান দেশে মৌসুমি বৃষ্টির প্রভাব খুবই বেশি। কারণ কৃষি উত্পাদনের ওপর অনেকটাই নির্ভর করে দেশের অর্থনীতি ও গ্রামীণ জীবন। ফলে মৌসুমি বৃষ্টির পূর্বাভাসের দিকে নজর থাকে অর্থনীতিবিদ থেকে রাজনীতিকদেরও। প্রসঙ্গত, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০ বছরের গড় বৃষ্টিপাতের ৯৬-১০৪ শতাংশ পর্যন্ত বৃষ্টি হলেই তাকে স্বাভাবিক বলে ধরে আবহাওয়া দফতর। মৌসম ভবন অনুসারে ২০১৮ সালে স্বাভাবিকের প্রায় ৯৭ শতাংশ বৃষ্টিপাত হবে ভারতে।

.