কাশ্মীরে গোয়েন্দাদের তালিকায় ৫ কুখ্যাত জঙ্গি, নিকেশ করতে নামল সেনা
ওয়েব ডেস্ক: কাশ্মীরে শীর্ষ ৫ জঙ্গির নতুন একটি তালিকা তৈরি করল ইন্টেলিজেন্স ব্যুরো। শীতের আগেই এদের নিকেশ করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
আইবি তার তালিকায় নাম রেখেছে ৫ ভয়ঙ্কর জঙ্গির। কাশ্মীরে এদের সম্ভাব্য আস্তনার কথাও নিরাপত্তা বাহিনীকে জানিয়েছে আইবি। এদের ধরার জন্য ইতিমধ্যেই বেশকিছু আপারেশন শুরু করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। জেনে নিন ওই তালিকায় থাকা ৪ জঙ্গিকে।
জাকির মুসা
তালিকায় একেবারে শীর্ষে রয়েছে জাকির মুসা। কাশ্মীরে হিজবুলের এক সময়কার প্রধান সম্প্রতি হয়েছে আল কায়দা কাশ্মীর শাখার প্রধান। উপত্যকায় এক ধরনের নতুন মতাদর্শ চালু করার চেষ্টা করছে মুসা। এমনটাই মনে করছে গোয়ন্দা সংস্থা।
রিয়াজ নাইকু হিজবুল জঙ্গি। পুলওয়ামায় সে এখন হিজবুলের জেলা কমান্ডার। অবন্তীপুরায় যুবক রিয়াজ ২০১২ সালের ডিসেমন্বরে হিজবুলে যোগ দেয়।
সাদ্দাম পাদ্দার
হিজবুল মুজাহিদিনের সোপিয়ান জেলা শাখার দায়িত্বে রয়েছে সাদ্দাম। ২০১৫ সাল সে হিজবুলে যোগ দেয়। এক সময়ে সে বুরহান ওয়ানির ঘনিষ্ঠ সঙ্গী ছিল।
জিশান উল ইসলাম
লস্করের এই জঙ্গি নেতা নিরাপত্তা বাহিনীর খাতায় এ প্লাস প্লাস গ্রেডের জঙ্গি। উপত্যকায় আকলামা নামে পরিচিত। ২০১৫ সাল সে লস্কর-এ যোগ দেয়।
আরও পড়ুন-দুষ্কৃতীরা তামাংপন্থী, হামলায় নবান্নের মদত রয়েছে বললেন দিলীপ