চলে গেলেন দেশের প্রথম এয়ার মার্শাল অর্জন সিং

Updated By: Sep 16, 2017, 09:52 PM IST
চলে গেলেন দেশের প্রথম এয়ার মার্শাল অর্জন সিং

ওয়েব ডেস্ক : জল্পনা চলছিল সকাল থেকেই। অবশেষে খবরটা এল। চলে গেলেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অর্জন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ১৯৬৫-ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনাকে নেতৃত্ব দেন তিনি। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অর্জন সিং। শনিবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অর্জন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বহু মানুষ।

আরও পড়ুন- অ্যালফোন্সের মন্তব্যে সমালোচনার ঝড়

তিনি ভারতের প্রথম এয়ার মার্শল। সেই সঙ্গে দেশের প্রবীণতম পাঁচ-তারা পদ মর্যাদার বায়ুসেনা আধিকারিক। ১৯৭০ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর তাঁকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সুইত্জারল্যান্ড পাঠানো হয়। ১৯৭৪ সালের ভারতের হাইকমিশনার হয়ে কেনিয়া যান। ২০০২ সালে তাঁকে পাঁচ-তারার মর্জাদা দেওয়া হয় বায়ুসেনার পক্ষ থেকে। তাঁর কর্মজীবনে তিনি ৫০-এরও বেশি ধরনের যুদ্ধ বিমান চালিয়েছেন।

শনিবার তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরই হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

.