রঙ্গমঞ্চে রাহুল, সন্ন্যাসের পথে সনিয়া

১৯ বছর কংগ্রেসকে টানার পর রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন সনিয়া গান্ধী।  

Updated By: Dec 15, 2017, 01:09 PM IST
রঙ্গমঞ্চে রাহুল, সন্ন্যাসের পথে সনিয়া

নিজস্ব প্রতিবেদন: ১৯ বছর পর ছেলের হাতে দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন সনিয়া গান্ধী। শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতি হবেন রাহুল। তার আগে শুক্রবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানালেন কংগ্রেসের বিদায়ী সভানেত্রী। 

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সনিয়া বলেন, ''এবার আমি অবসর নেব। কয়েকবছর ধরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাহুলই।'' উল্লেখ্য, ১৯৯৮ সালে কংগ্রেসের সভানেত্রী হয়েছিলেন সনিয়া গান্ধী। এবার রাহুল গান্ধীর কাঁধে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। নেহরু-গান্ধী পরিবারের ষষ্ঠ সদস্য হিসেবে রাহুল কংগ্রেসের মাথায় বসবেন।

আরও পড়ুন- বুথ ম্যানেজার থেকে সর্বভারতীয় সভাপতি! অমিত-উত্থানে সাক্ষী বুথ

বেশ কয়েক মাস ধরেই সনিয়ার অসুস্থতার কথা শোনা যাচ্ছে। উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারে তাঁকে দেখা যায়নি। গতকাল শেষ হওয়া গুজরাট ভোটেও প্রচারে যাননি সনিয়া গান্ধী। দুই ক্ষেত্রেই রাহুল ছিলেন দলের মুখ। বৃহস্পতিবার বুথফেরত সমীক্ষা ইঙ্গিত করছে, গুজরাট ও হিমাচলপ্রদেশে ধাক্কা খেতে চলেছে রাহুল গান্ধীর কংগ্রেস। দলের সভাপতির পদে বসার পর যদি এই ফলাফলই হয়, তাহলে তা রাহুলের জন্য রীতিমত অস্বস্তিকর পরিস্থিতি হতে চলেছে। আগামিবছর আরও কয়েকটি রাজ্যে ভোট। তারপর ২০১৯ সালের লোকসভা নির্বাচন। সবমিলিয়ে রাহুল গান্ধীর সামনে এখন বড়সড় চ্যালেঞ্জ।  

.