Hydrabad|Techie death: কথাবার্তা বন্ধ করে দিয়েছিল বয়ফ্রেন্ড, চরম পদক্ষেপ নিলেন তরুণী ইঞ্জিনিয়ার
Hydrabad|Techie death: গত ৭ নভেম্বর থেকে ফোনও তুলছিলেন না তিনি। অভিযোগ পাওয়ার পরই তদন্ত নামে পুলিস। তারা পৌঁছে যায় ইরামের ফ্ল্যাটে। সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাট তালাবন্ধ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হায়দরাবাদে গুলশাননগরের একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণী ইঞ্জিনিয়ারের মৃতদেহ। দরজা ভেঙ্গে ইরাম নবি দার(২৩) নামে ওই তরুণীর দেহ উদ্ধার করে পুলিস। তরুণী আদতে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। বাড়ি বারামুলার মালাপোরা গ্রামে। হয়দরাবাদে ব্যাঙ্ক অব আমেরিকায় স্যাম্পল একজিকিউশন অ্যানালিস্ট হিসবে কাজ করতেন।
আরও পড়ুন-'ওর ভারতীয় ক্রিকেট নিয়ে...' ! রোহিত-বিরাটকে কিছু বলার আগে এবার দু'বার ভাববেন পন্টিং
কয়েকদিন অফিসে না আসায় ইরামের অফিস থেকে পুলিসে খবর দেওয়া হয়। গত ৭ নভেম্বর থেকে ফোনও তুলছিলেন না তিনি। অভিযোগ পাওয়ার পরই তদন্ত নামে পুলিস। তারা পৌঁছে যায় ইরামের ফ্ল্যাটে। সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাট তালাবন্ধ। দরজা ভেঙে দেখা যায় সিলিংয়ে সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ওই তরুণীর দেহ।
ইরামের মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে হায়দরাবাদ পুলিস। কেন এমন পদক্ষেপ? প্রাথমিক তদন্তে উঠে এসেছে ইরামের সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের কিছুদিন ধরেই সমস্যা চলছিল। সম্প্রতি ঝগড়াঝাঁটিও হয় তাদের মধ্যে। কিছুদিন ধরে ইরামের সঙ্গে কথাবার্তাও বন্ধ করে দেন তার বয়ফ্রেন্ড। তার পরেই চরম পদক্ষেপ নেন ইরাম। ইরামের পরিবারের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছে পুলিস।
এদিকে, অন্য একটি ঘটনায় হায়দরাবাদারে কুতুবুল্লাপুর এলাকা থেকে ২৫ বছরের এক মহিলার দেহ উদ্ধার হয়। মৃত মহিলার বাড়ি অন্ধ্রপ্রদেশে। কাজ করতেন হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায়। পুলিসের দাবি, কিছুদিন আগেই বিয়ে হয়েছিল ওই মহিলার। সেই বিয়েতে খুশি ছিলেন না তিনি।
(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)