বিস্ফোরণের তদন্তে মার্কিন গোয়েন্দাদের দ্বারস্থ হতে পারে ভারত
হায়দরাবাদ বিস্ফোরণের তদন্তে এবার মার্কিন গোয়েন্দাদের সাহায্য নেওয়ার কথা ভাবছেন ভারতীয় তদন্তকারীরা। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজকে বিশ্লেষণ করে অপরাধী চিহ্নিত করতে এফবিআইয়ের বিশেষজ্ঞদের সহযোগিতা চাইতে পারে ভারত। এছাড়াও, নাশকতায় ব্যবহৃত অর্থের উত্স জানতে মার্কিন গোয়েন্দাদের সাহায্যে নেওয়া হতে পারে। তদন্তকারীরা জানতে পেরেছেন হায়দরাবাদ বিস্ফোরণের ঠিক আগে হাওয়ালা মারফত ভারতে প্রচুর অর্থ এসেছিল। এই ঘটনায় আলহুজি ইন্ডাস্ট্রিয়াল ফার্ম নামে দুবাইয়ের এক আর্থিক সংস্থার নামও উঠে আসছে।
হায়দরাবাদ বিস্ফোরণের তদন্তে এবার মার্কিন গোয়েন্দাদের সাহায্য নেওয়ার কথা ভাবছেন ভারতীয় তদন্তকারীরা। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজকে বিশ্লেষণ করে অপরাধী চিহ্নিত করতে এফবিআইয়ের বিশেষজ্ঞদের সহযোগিতা চাইতে পারে ভারত। এছাড়াও, নাশকতায় ব্যবহৃত অর্থের উত্স জানতে মার্কিন গোয়েন্দাদের সাহায্যে নেওয়া হতে পারে। তদন্তকারীরা জানতে পেরেছেন হায়দরাবাদ বিস্ফোরণের ঠিক আগে হাওয়ালা মারফত ভারতে প্রচুর অর্থ এসেছিল। এই ঘটনায় আলহুজি ইন্ডাস্ট্রিয়াল ফার্ম নামে দুবাইয়ের এক আর্থিক সংস্থার নামও উঠে আসছে।
তদন্তকারীদের নজরদারিতে রয়েছে দিলসুখনগরের শিল্পী হোটেলও। এই হোটেলেরই ৩০১ ও ৩০২ নম্বর ঘরে তিন সন্দেহভাজন উঠেছিল বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। সন্দেহভাজনদের খোঁজে এদিন কর্ণাটকের নালগুড়ায় তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য এদিনও হায়দরাবাদে আটজনকে আটক করা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেয় পুলিস।