কেন্দ্রের সিদ্ধান্তে বিশ বাঁও জলে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্যলাভ
আপাতত থমকে গেল বিশ্বভারতীর উপাচার্য নিয়োগপ্রক্রিয়া।
ওয়েব ডেস্ক: আপাতত বিশ বাঁও জলে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্যের নিয়োগপ্রক্রিয়া। বেনজিরভাবে রাষ্ট্রপতিকে সুপারিশ প্রত্যাহারের অনুরোধ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের। জাভড়েকরের মন্ত্রক সূত্রের খবর, নতুন করে শুরু হবে উপাচার্যের খোঁজ।
বিশ্বভারতীই একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যার আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী। পদাধিকারবলে রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের ভিজিটর। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে ৩ জনের নাম প্রস্তাব করেছিল মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। তাতে নাম ছিল, বিশ্ববিদ্যালয়ের তত্কালীন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপনকুমার দত্ত, ইন্দৌরের দেবী অহিল্যা বিশ্ববিদ্যালয়ের পিএন মিশ্র ও আইআইটি খড়্গপুরের ভূ-পদার্থবিদ্যা ও ভূগোল বিভাগের অধ্যাপক শঙ্কর কুমার নাথের।
আরও পড়়ুন- বিনোদন পার্কে রাইডে চুল আটকে মৃত্যু তরুণীর
জানুয়ারি মাসে স্বপনকুমার দত্তের নামে শিলমোহর দেন রাষ্ট্রপতি। অজানা কারণে সেই সুপারিশ মেনে নির্দেশিকা জারি করেনি কেন্দ্র। ২ বছর দায়িত্ব সামলানোর পর ইতিমধ্যেই আবার অবসর নিয়েছেন স্বপনকুমার দত্ত। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন সবুজকলি সেন।